আবার নগদ টাকা বাজেয়াপ্ত আসানসোলে। নাকা চেকিং চলার সময় একটি গাড়িতে এম ঠাকুর নামে এক যুবককে দেখে সন্দেহ হয় পুলিশ ও এসএসটি আধিকারিকদের। পুলিশের আধিকারিকরা জানান কন্যাপুর ফাঁড়ি এলাকার জুবিলি মোড়ে আসানসোল লোকসভা উপনির্বাচনের জন্য ২৪ ঘণ্টা নাকা চেকিং চলছিল। এম ঠাকুর নামে এক ব্যক্তির গাড়ি থেকে তখন প্রায় ৮ লক্ষ টাকা পাওয়া যায়। সেই টাকার ব্যাপারে তথ্য প্রমান দেখাতে না পারায় ওই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এম ঠাকুর জানায়, জামুরিয়ায় তাদের কারখানা আছে। কারখানার শ্রমিকদের বেতন দিতে ওই টাকা নিয়ে যাচ্ছিলেন তিনি ।