দলীয় নেতাকে খুনের ঘটনায় বৃহস্পতিবার বাগনানে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। এদিন বাগনানের রথতলায় বিজেপির মিছিল শুরুতেই আটকায় পুলিশ। ঢোকার মুখে বাধা দেওয়া হয় বিজেপি যুব মোর্চার নেতা সৌমিত্র খাঁকে। এই ঘটনাকে নিয়েই রণক্ষেত্র বাগনান। আটক করা হয়েছে বিজেপির ছয় কর্মীকে। তারপরেই সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়ান যুব মোর্চার নেতা। সংবাদমাধ্যমকে সৌমিত্র খাঁ বলেন, ''তালিবানি রাজ চলছে বাংলায়।'' তাদের ছেলেদের কেন গ্রেফতার করা হল'', প্রশ্ন করেন তিনি।