Advertisement

Migrant Worker Iran Video: ইরাকে আটক বাংলার ১২ পরিযায়ী শ্রমিক, ফিরতে চেয়ে মুখ্য়মন্ত্রীর কাছে আবেদন করে ভিডিও

Migrant Worker Iran Video: ইরাকে কাজ করতে গিয়ে বাংলার ১২ জন পরিযায়ী শ্রমিক প্রায় আট মাস আটকে। তাঁদের মধ্যে নামখানা এলাকার আটজন বাসিন্দা রয়েছেন। পরিবারের অভিযোগ, প্রায় আট মাস আগে ভিসা শেষ হয়ে গেলেও, তাঁদের পরিবারের লোকজনকে বাড়িতে ফিরতে দেওয়া হচ্ছে না।

ইরাকে আটক বাংলার ১২ পরিযায়ী শ্রমিক, ফিরতে চেয়ে মুখ্য়মন্ত্রীর কাছে আবেদন করে ভিডিওইরাকে আটক বাংলার ১২ পরিযায়ী শ্রমিক, ফিরতে চেয়ে মুখ্য়মন্ত্রীর কাছে আবেদন করে ভিডিও
প্রীতম ব্যানার্জী
  • নামখানা,
  • 26 Sep 2025,
  • अपडेटेड 4:31 PM IST

Migrant Worker Iran Video: সম্প্রতি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের একাংশকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। যার প্রতিবাদে সরব হয়েছে এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এমনকী নির্যাতিত শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্য সরকারও। এরই মাঝেই বড় খবর। এবার আর ভিন রাজ্যে নয়, ভিন দেশে কাজে গিয়ে বিপাকে বাংলার ১২ পরিযায়ী শ্রমিক।

জানা গিয়েছে, ইরাকে কাজ করতে গিয়ে বাংলার ১২ জন পরিযায়ী শ্রমিক প্রায় আট মাস আটকে। তাঁদের মধ্যে নামখানা এলাকার আটজন বাসিন্দা রয়েছেন। পরিবারের অভিযোগ, প্রায় আট মাস আগে ভিসা শেষ হয়ে গেলেও, তাঁদের পরিবারের লোকজনকে বাড়িতে ফিরতে দেওয়া হচ্ছে না। এমনকী তাঁদের বেতনও দেওয়া হচ্ছে না। ঠিকমতো খেতে দেওয়া হয় না। বাড়ি ফেরার কথা বললেই তাঁদের মারধর করা হচ্ছে। ইতিমধ্যেই ইরাকে আটকে থাকা পরিযায়ী শ্রমিকেরা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে বাড়ি ফেরার আবেদন জানিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। সেই ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

জানা গিয়েছে,২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে স্থানীয় একজন এজেন্টের মাধ্যমে নামখানার আট ও কাকদ্বীপের একজন বাসিন্দা ইরাকের একটি সংস্থায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। তাঁদের দুই বছরের চুক্তি ছিল। ভিসার মেয়াদও ছিল দুই বছর। কিন্তু মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তাঁদের আটকে রাখা হয় বলে অভিযোগ। প্রায় আট মাস ধরে তাঁদের কাজ করিয়ে নিয়েও কোনও পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। বাড়ি ফেরার কথা বললেই তাঁদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ।

আরও পড়ুন

এই পরিস্থিতিতে ভীষণই উদ্বেগে ইরাকে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যরা। সরকারের কাছে সহযোগিতার আবেদন জানাচ্ছেন তাঁরা।

রিপোর্টার- প্রসেনজিৎ  সাহা

Read more!
Advertisement
Advertisement