Jaldapara Forest Mahaout Family Found Dead: জলদাপাড়া জাতীয় উদ্যানের একটি মাহুত পরিবারের তিনজনের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে। এদিন সকালে নিজেদের আবাসনের ঘর থেকে তিনজনের দেহ তিনভাবে পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, পাশের ঘরেই থাকেন মৃতের দাদা বিনোদ ও তাঁর স্ত্রী পুষ্পা ও ছোট ছেলে। তাঁদের অলক্ষ্যে কীভাবে এত বড় ঘটনা ঘটল, তা নিয়েও প্রশ্ন উঠছে। মৃত্যুর নেপথ্যে আত্মহত্যা, না কেউ বা কারা তাঁদের খুন করেছে তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদারিহাট রেঞ্জ অফিস এলাকাতেই মাহুত বিনোদ ওরাঁওয়ের আবাসন। আর এই আবাসন থেকে এদিন সকালে বিনোদের ভাই রবি ওরাঁও (৩০), মা বিবি লোহার (৫২) এবং ১৩ বছরের পুত্র বিবেক ওরাওঁ-এর মৃতদেহ উদ্ধার হয়। রবির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার পাশেই বিছানায় পড়েছিল বিবেক ওরাওঁয়ের দেহ। আর রবির মায়ের দেহ পড়েছিল পাশের রুমের মেঝেতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাদারিহাট থানার পুলিশ। কীভাবে তাঁদের মৃত্যু হল, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
বিনোদ পুলিশ ও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি ভোরে কাজে চলে গিয়েছিলেন। পরে বেলার দিকে খবর পান এমন ঘটনা ঘটেছে। রবিবার রাতে বিনোদ তাঁর দুই সন্তান, স্ত্রী, মা এবং ভাই খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। রাতে রবি তাঁর সমস্ত সার্টিফিকেট জ্বালিয়ে দিয়েছেন বলেও সূত্রের খবর। বিবেক এবারের উচ্চমাধ্যমিক (Higher Secondary 2025) পরীক্ষার্থী ছিল বলে জানা গিয়েছে। সোমবার থেকে পরীক্ষা দেওয়ার কথা ছিল।