Advertisement

3 Arrested From Bagdogra Airport: আগ্নেয়াস্ত্র সহ বাগডোগরা বিমানবন্দর এলাকায় গ্রেফতার ৩, নাশকতার ছকের আশঙ্কা

3 Arrested From Bagdogra Airport: বুধবার গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে ধৃতদের হেফাজত থেকে মেলে ২টি নাইন এমএম পিস্তল ও ৩০টি তাজা কার্তুজ। বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের হেপাজতে থাকা ৫টি মোবাইল ফোনও।

আগ্নেয়াস্ত্র সহ বাগডোগরা বিমানবন্দর এলাকায় গ্রেফতার ৩, নাশকতার ছকের আশঙ্কাআগ্নেয়াস্ত্র সহ বাগডোগরা বিমানবন্দর এলাকায় গ্রেফতার ৩, নাশকতার ছকের আশঙ্কা
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 06 Nov 2024,
  • अपडेटेड 9:18 PM IST

3 Arrested From Bagdogra Airport: বাগডোগরা বিমানবন্দর লাগোয়া এলাকায় পিস্তল নিয়ে রহস্যজনকফভাবে ঘোরাঘুরি করতে থাকা ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করল বাগডোগরা থানার পুলিশ। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ৭ এমএম ২টি পিস্তল ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।তাদের কাছ থেকে ৫টি মোবাইল উদ্ধার হয়েছে। তারা বড়সড় কোনও নাশকতার ছক নিয়ে এসেছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

বুধবার গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে ধৃতদের হেফাজত থেকে মেলে ২টি নাইন এমএম পিস্তল ও ৩০টি তাজা কার্তুজ। বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের হেপাজতে থাকা ৫টি মোবাইল ফোনও।

বাগডোগরা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম প্রতিম সরকার, সৌমিত্র পাল ও এবং পুলক রায়। তিনজনই বালুরঘাটের বাসিন্দা। এদিন তারা বাগডোগরা বিমানবন্দরের প্রবেশ পথের সামনে ভুট্টাবাড়ি এলাকায় বাস থেকে নামেন। সেই সময়ই তাদের পাকড়াও করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, এদিনই বালুরঘাট থেকে বাসে করে পিস্তল ও কার্তুজ নিয়ে বাগডোগরায় পৌঁছয় ধৃত ৩ জন। গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরার ভুট্টাবাড়িতে শিলিগুড়ি কলকাতাগামী জাতীয় সড়কে সন্দেহভাজন অবস্থায় দাঁড়িয়ে থাকা ৩ যুবককে আটক করে এসওজি এবং বাগডোগরা থানার পুলিশ। দীপাবলি শেষ হতেই নাশকতা বা ডাকাতির ঘটনা ঘটাতে এই পিস্তল আনা হয়েছে বলে অনুমান পুলিশের। এর সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে পুলিশের ধারনা। তদন্ত শুরু হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement