Advertisement

Bangladeshi Arrested From Siliguri: নেপাল হয়ে ভারতে ঢুকছিল, শিলিগুড়িতে সীমান্তে ধৃত বাংলাদেশি

Bangladeshi Arrested From Siliguri: জানা গিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বুধবার বিকেলে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বাসস্ট্যান্ড থেকে ওই বাংলাদেশি তরুণকে আটক করে। এরপর তাঁকে পানিট্যাঙ্কি বিওপিতে নিয়ে গিয়ে এসএসবি আধিকারিকরা ও গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ শুরু করেন।

নেপাল হয়ে ভারতের ঢোকার চেষ্টা, শিলিগুড়ি সীমান্তে সন্দেহভাজন বাংলাদেশি গ্রেফতারনেপাল হয়ে ভারতের ঢোকার চেষ্টা, শিলিগুড়ি সীমান্তে সন্দেহভাজন বাংলাদেশি গ্রেফতার
Aajtak Bangla
  • 15 May 2025,
  • अपडेटेड 3:56 PM IST

Bangladeshi Arrested From Siliguri: নেপাল হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে এসএসবির হাতে ধরা পড়ল এক বাংলাদেশি নাগরিক। শিলিগুড়ির ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি থেকে ওই যুবককে সন্দেহজনক গতিবিধি দেখে আটক করে জিজ্ঞাসাবাদ করে এসএসবি। এরপরই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাকে গ্রেফতার করে খড়িবাড়ি পুলিশ (Bangladeshi arrested)। ধৃতের নাম মহম্মদ রিদয় খান। বাড়ি বাংলাদেশের নাটোর জেলার লালপুর থানা এলাকায়।

জানা গিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বুধবার বিকেলে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বাসস্ট্যান্ড থেকে ওই বাংলাদেশি তরুণকে আটক করে। এরপর তাঁকে পানিট্যাঙ্কি বিওপিতে নিয়ে গিয়ে এসএসবি আধিকারিকরা ও গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ শুরু করেন।

এসএসবি সূত্রে জানা যায়, ধৃতের কাছে কোনও পাসপোর্ট ও ভারতের ভিসা পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদে ওই যুবক এসএসবি জানতে পেরেছে, গত ১২ নভেম্বর বৈধ বাংলাদেশি পাসপোর্ট এবং ভিসা নিয়ে বিমানে করে নেপালে প্রবেশ করেছিলেন ধৃত তরুণ। এরপর কাঠমান্ডুর একটি হোটেলে বেশ কিছুদিন ছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল সার্বিয়া ভ্রমণ করা। আর তাই সার্বিয়ার ভিসা তৈরির জন্য আসল পাসপোর্ট জনৈক ইমরান নামে এক দালালকে দিয়েছিলেন ওই তরুণ। কিন্তু ওই দালাল ভিসা দেয়নি, বরং  আসল পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য বড় অঙ্কের টাকা দাবি করেন।

আরও পড়ুন

ধৃত তরুণের দাবি, আসল পাসপোর্ট না থাকায় বিকল্প পথ খুঁজছিলেন তিনি। আর এরপরই অনলাইন গেমের মাধ্যমে পরিচিত ভারতীয় এক বন্ধুর কথায় ভারতে আসেন। ১৩ মে তিনি প্রথমে কাঠমান্ডু থেকে কাঁকরভিটায় আসেন। এরপর পরের দিন এক নেপালি গাইড তাকে মেচি সেতু দিয়ে ভারতের পানিট্যাঙ্কি বাসস্ট্যান্ডে ছেড়ে দেয়। আর সেখানে পৌঁছতেই এসএসবির হাতে আটক তিনি।

এসএসবি আধিকারিকরা জানিয়েছেন, নিজের কাছে না থাকলেও ধৃতের মোবাইলে পাসপোর্ট ও নেপালের ভিসা পাওয়া গিয়েছে। তবে কোনও অপরাধমূলক নথি বা জিনিসপত্র পাওয়া যায়নি। বুধবার রাতে এসএসবি ধৃত বাংলাদেশিকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয়। এরপর খড়িবাড়ি পুলিশ তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। বৃহস্পতিবার দুপুরে ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement