Advertisement

Kushang Dorji Sherpa: একমাত্র এভারেস্টজয়ী, যিনি সব কটি পথেই চূড়ায় উঠেছিলেন

Kushang Dorji Sherpa: পাঁচবারের এভারেস্টজয়ী কুশাং দোরজি শেরপা (Kushang Dorjee Sherpa) প্রয়াত হলেন। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর বলে জানা গিয়েছে। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি বলে জানা গিয়েছে। শনিবার দার্জিলিংয়ের (Darjeeling) ঘুমে নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে।

একমাত্র এভারেস্টজয়ী যিনি সব কটি পথেই চূড়ায় উঠেছিলেন, প্রয়াত সেই কুশাং শেরপা
Aajtak Bangla
  • দার্জিলিং,
  • 10 Dec 2024,
  • अपडेटेड 9:20 AM IST

Kushang Dorji Sherpa: ১৯৬৫ সালে ১৫ ফেব্রুয়ারি নেপালের মাকালুতে জন্ম হলেও আদ্যোপান্ত ভারতীয় ছিলেন কুশাং দোরজি শেরপা। পর্বতারোহণের জন্য সকলে যেখানে নেপালে ছুটে যান, সেখানে তেনজিং নোরগের পথ ধরে তিনিও বেছে নিয়েছিলেন ভারতীয় ভূখণ্ডকে। বসবাসের জন্য বেছে নিয়েছিলেন দার্জিলিং পাহাড় এবং গ্রহণ করেছিলেন ভারতীয় নাগরিকত্ব। পাঁচ-পাঁচবার জয় করেছেন এভারেস্ট। একবার এভারেস্ট জয় যখন পর্বতারোহীদের কাছে স্বপ্ন থাকে, সেখানে পাঁচবার এভারেস্ট শিখরে পা রেখেও থামতে চাননি কুশাং।

পাঁচবারের এভারেস্টজয়ী কুশাং দোরজি শেরপা (Kushang Dorjee Sherpa) প্রয়াত হলেন। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর বলে জানা গিয়েছে। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি বলে জানা গিয়েছে। শনিবার দার্জিলিংয়ের (Darjeeling) ঘুমে নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে। রবিবার ঘটনার কথা জানিয়েছে ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন (আইএমএফ)। একমাত্র ভারতীয় হিসেবে পাঁচবার এভারেস্ট জয়ের কৃতিত্ব রয়েছে কুশাংয়ের। কুশাংয়ের মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছে এডমন্ড হিলারির পরিবারও।

অসুস্থ হওয়ার পরও উদ্যম হারাননি। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের (এইচএমআই) প্রশিক্ষক কুশাং কয়েক বছর আগেও বলেছিলেন, সুযোগ পেলে আবার এভারেস্টের চূড়োয় উঠবেন। তাঁর দাবি ছিল পাঁচবারই তাঁর কাছে এভারেস্টকে নতুন লেগেছে। তাই তিনি বারবার যেতে চান। কিন্তু আর সুযোগ পেলেন না।

কবে প্রথম এভারেস্টে ওঠেন?
১৯৯৩ সালের ১০ মে তিনি প্রথমবার এভারেস্টে পা রাখেন। শুধু তাই নয়, তিনিই একমাত্র পর্বতারোহী, যিনি এভারেস্টে উঠেছেন তিনটি পথ ধরেই। যার মধ্যে রয়েছে বিপদসংকুল খাংসাং ফেস বা পূর্ব গাত্র। এই পথ ধরে কুশাং এভারেস্ট জয় করেন ’৯৯-এর ২৮ মে। হিমালয়ের এমন কোনও শৃঙ্গ নেই যে তিনি জয় করেননি। এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘার মতো শৃঙ্গ তিনি জয় করেছেন একাধিকবার। আত্মজীবনী ‘দ্য লং ওয়াক’-এ তিনি তুলে ধরেছিলেন নিজের অভিজ্ঞতার কথা। কৃতিত্বকে সম্মান জানাতে পর্বতারোহণে ‘অর্জুন’ তেনজিং নোরগে পুরস্কার তাঁর হাতে তুলে দেয় ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন। হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর অনিমেষ বসু তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement