Malda Suicide Case: ভিডিয়ো কলে প্রেমিকার সঙ্গে কথা বলছিলেন। কথাবার্তা গড়ায় ঝগড়ায়। সেই সময় প্রেমিকাকে হুমকি দিয়েছিলেন আত্মহত্যার। আর কয়েক ঘণ্টা পরই মিলল ঝুলন্ত দেহ। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে মালদার ইংরেজবাজার শহরের মহেশমাটিতে। মৃত যুবকের নাম গোলাম শেখ। বয়স ২৪। পরিবার সূত্রে জানা গিয়েছে, শহরের একটি কাপড়ের দোকানে কাজ করতেন গোলাম। চলতি বছরের দুর্গাপুজোর পরে মহেশমাটিরই এক মহিলার সঙ্গে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। জানা গিয়েছে, ওই মহিলার প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ার পরে গোলাম তাঁকে বিয়ে করতে রাজি হন।
রবিবার রাতে দোকান থেকে বাড়ি ফিরে নিজের ঘরে ঢোকেন গোলাম। সেখান থেকেই প্রেমিকার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছিলেন তিনি।পরিবারের দাবি, তাঁদের মধ্যে তখনই ঝগড়া হয়। সেই সময় ভিডিয়ো কলে প্রেমিকাকে আত্মহত্যার হুমকিও দেন গোলাম। পরে সোমবার ভোরে প্রেমিকা ছুটে আসেন গোলামের বাড়িতে। খবর দেন পরিবারের সদস্যদের।
তড়িঘড়ি ঘরের দরজা ভেঙে ঢুকতেই দেখা যায়, ফ্যানের সঙ্গে ঝুলছে গোলামের দেহ। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পর থেকেই গোলামের প্রেমিকার দিকে অভিযোগের আঙুল তুলেছে পরিবার। তাঁদের দাবি, গোলামের মোবাইল ঘেঁটে তাতে থাকা সমস্ত ভিডিয়ো ডিলিট করে দিয়েছেন ওই তরুণী।
মৃতের মা রানি বিবি বলেন, ‘‘আমার ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে। আমি ওই মেয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাব।’’