NH-10 Landslide Road Closed 2025: শিলিগুড়ি-সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক বহু চেষ্টা করেও রবিবারও খোলা গেল না। গত কয়েকদিন ধরে লাগাতার বর্ষণে জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে বলে খবর। পরিস্থিতি যা, তাতে নতুন করে রাস্তাটি সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাহাড়ে বৃষ্টির জেরে শনিবার নতুন করে ধস নামে ১০ মাইলের তারখোলা এলাকায়। পাহাড়ের উপর থেকে জাতীয় সড়কে বোল্ডার আছড়ে পড়ে একাধিক জায়গায়। ফলে শিলিগুড়ি থেকে সিকিম এবং সিকিম থেকে কালিম্পং, যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের মধ্যে গাড়ি চলাচল করলেও, শ্বেতিখোলায় রাস্তা অনেকটাই গিলে খেয়েছে তিস্তা। ফলে জায়গাটি বিপজ্জনক হয়ে রয়েছে। যে কোনও সময় রাস্তাটি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। অন্যদিকে, তিস্তায় জল বাড়তে শুরু করেছে।
২৯তম মাইল এবং জেলখোলার মধ্যবর্তী রাস্তাটি ঝুঁকিপূর্ণ, যদিও বর্তমানে, জাতীয় সড়ক ১০ খোলা রয়েছে তবে বিপজ্জনক হয়ে রয়েছে। স্থানীয় গাড়ি ছাড়া খুব কম যানবাহন চলাচল করছে।
জাতীয় সড়ক-১০_আপডেট
সেতিঝোরায় রাস্তায় ফাটল এবং কাটারাইয়ে ভূমিধসের কারণে, সিকিম থেকে শিলিগুড়ি পর্যন্ত ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ এবং উল্টোপথেও একই পরিস্থিতি।
জাতীয় সড়ক ১০ রাস্তার অবস্থা আপডেট
১. রংপো থেকে শিলিগুড়ি (জাতীয় সড়ক ১০ এর মাধ্যমে) - সেতিঝোরায় অবরুদ্ধ।
২. রংপো থেকে শিলিগুড়ি হয়ে মুনসং - লাভা - গুরবাথান - লাভার কাছে কাটারায় অবরুদ্ধ।
৩. রংপো থেকে শিলিগুড়ি হয়ে কার্সিয়ং - দার্জিলিং - শুধুমাত্র ছোট যানবাহনই তাদের নিজস্ব ঝুঁকিতে যেতে পারবে।
৪. রংপো থেকে মেলি - খোলা, মেলি হয়ে দক্ষিণ সিকিমের সাথে সংযোগ স্থাপন করবে।
রাস্তার আপডেট: রেসি রোড এবং লাভা রুটে ভূমিধস (০৩-০৮-২০২৫)
কাটারার কাছে ভূমিধসে ক্ষতিগ্রস্ত ঋষি রোডে দ্রুতগতিতে পরিষ্কারের কাজ চলছে। ২ আগস্ট দুপুর থেকে, পেডং-ঋষি-সিকিম রুট সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। গত রাতে একই স্থানে আরেকটি বড় পাথর ধসে পড়ায় আপাতত রাস্তা বন্ধ রয়েছে।
কোন কোন রাস্তা খোলা
লাভা থেকে কালিম্পং
লাভা থেকে সিকিম হয়ে মুনসং
লাভা থেকে গোরুবাথান হয়ে শিলিগুড়ি
কোন কোন রাস্তা বন্ধ
লাভা থেকে লোলেগাঁও
লাভা থেকে সিকিম হয়ে ঋষি রোড
২০২৩ এর অক্টোবরের পর থেকে বারবার বিপর্যস্ত এই জাতীয় সড়ক। আগে রাজ্যের দায়িত্বে থাকলেও এখন তা কেন্দ্রীয় সংস্থাকে দেওয়া হয়েছে দেখভালের জন্য। তারপরও রাস্তার হাল বেহাল। ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (এনএইচআইডিসিএল) তরফে জানা গিয়েছে, নিয়মিত ধস নামতে থাকায় কাজ এগোচ্ছে না।
দিন কয়েক আগে সেবক ও কালিঝোরার মাঝে জাতীয় সড়কে বোল্ডার পড়ে পুরো রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছিল। একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রশাসন যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়। পরদিন বোল্ডার সহ ধস সরিয়ে পুনরায় যানবাহনের অনুমতি দেওয়া হয়েছিল। এবার ধস নেমেছে বিরিকদাড়ায়। এখানে অবশ্য আগেও অনেকবার ধস নেমেছে। এর আগে সিকিমে টানা বৃষ্টি ও ধসের জেরে বিপদে সেখানে বেড়াতে যাওয়া পর্যটকরা। ধসের জেরে বিপর্যস্ত হয়েছিল উত্তর সিকিমের একাধিক এলাকা। কোথাও রাস্তা ভেঙে পড়েছে, কোথাও পাহাড়ে ধস নেমেছে। তার জেরে সেখান থেকে সড়কপথ ধরে বাইরে আসতে পারছেন না পর্যটকরা। তাঁদের উদ্ধারকার্য শুরু করতে নামতে হয় সেনাবাহিনীকে।