রাজ্যের নানা প্রান্তে ওয়াকফ আইনের প্রতিবাদ চলছে। এই আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচিও সংগঠিত হচ্ছে। ওই ওয়াকফ প্রতিবাদ কর্মসূচি ঘিরেই হিংসে ছড়িয়েছিল মুর্শিদাবাদের একাধিক অঞ্চলে। সেই ওয়াকফ আইনের প্রতিবাদ করতে গিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল বিধায়ক।
ওর ঠাকুরদা ওয়াকফ বিল বাতিল করতে বাধ্য থাকবে। ওই ব্যাটার মাথামুণ্ডু থাকলে এগুলো করতে যেত না। আজকে সম্পূর্ণ ভারতবর্ষকে অস্থির পরিস্থিতি করে দিয়েছে। আগামী দিনে আন্দোলন ভয়ঙ্কর হতে চলছে। যার আঁচ পড়বে ভারতবর্ষের পার্লামেন্ট ঘেরাও এর মধ্য দিয়ে। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বিধায়ক হামিদুল রহমান এই ভাষাতে কার্যত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় সরকারকে।
তিনি আরও বলেন, দেশটাকে অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে, সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছে তারা (বিজেপি)। দেশ চালাতে গেলে বুদ্ধি বিবেক লাগে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী বুদ্ধি বিবেকহীন একজন লোক। যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। কিছুদিন আগে কৃষক বিল নিয়ে প্রায় ৭০০ থেকে ৯০০ কৃষক মারা গেল আন্দোলন করতে গিয়ে। তারপর বাধ্য হয়ে সেই বিল প্রত্যাহার করতে বাধ্য হয় তারা। এই বিলও প্রত্যাহার করতে বাধ্য থাকবে তারা। ওর ঠাকুরদা প্রত্যাহার করতে বাধ্য থাকবে। কারণ এটার সংবিধানের উপর হাত দিয়েছে। উল্লেখ্য চোপড়ার বিধায়ক হামিদুল রহমান ওয়াকফ বিল নিয়ে প্রশাসনের কাছে একটি ডেপুটেশন দেওয়ার পর এই মন্তব্য করেন।
সংবাদদাতাঃ তন্ময় চক্রবর্তী