Advertisement

Youth Suicide Online Gaming West Bengal: আবারও অনলাইন গেমের বলি! আলিপুরদুয়ারে যুবকের আত্মহত্যায় চাঞ্চল্য

Youth Suicide Online Gaming West Bengal: আবার অনলাইন গেমের মরণফাঁদে যুবক! মোবাইলে গেম খেলে লাখ টাকার ঋণ, অবসাদে আত্মঘাতী পঙ্কজ প্রসাদ। এক সপ্তাহেই জংশন এলাকায় তিন-তিনটি অপমৃত্যু!

আবারও অনলাইন গেমের বলি! আলিপুরদুয়ারে যুবকের আত্মহত্যায় চাঞ্চল্যআবারও অনলাইন গেমের বলি! আলিপুরদুয়ারে যুবকের আত্মহত্যায় চাঞ্চল্য
Aajtak Bangla
  • আলিপুরদুয়ার,
  • 16 May 2025,
  • अपडेटेड 10:19 PM IST

Youth Suicide Online Gaming West Bengal: আলিপুরদুয়ার শহরের জংশন এলাকায় ফের অনলাইন গেমের নেশায় আত্মঘাতী হলেন এক যুবক। মাত্র ২৭ বছর বয়সি পঙ্কজ প্রসাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে কালীবাড়ি কলোনির এক বাড়ি থেকে। পুলিশ ও পরিবারের দাবি, মোবাইলে অনলাইন গেম খেলে লক্ষাধিক টাকার ঋণে জড়িয়ে পড়েছিলেন তিনি।

এ নিয়ে গত এক সপ্তাহে একই এলাকায় তিনজনের রহস্যজনক মৃত্যু হয়েছে, যার নেপথ্যে রয়েছে মোবাইল আসক্তি।
পঙ্কজ রেলের এক ঠিকাদারের অধীনে কাজ করতেন এবং তাঁরই বাড়িতে থাকতেন। বুধবার ফোনে কোনও উত্তর না পেয়ে সন্দেহ হলে বাড়ির লোকজন ও বন্ধুরা সেখানে গিয়ে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন। তাঁকে তৎক্ষণাৎ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে অনলাইন গেমে কিছু অর্থ জিতে পঙ্কজ উৎসাহিত হয়ে পড়েন। কিন্তু পরে একাধিক পরাজয়ে লক্ষাধিক টাকা হারান, যার ফলে মানসিক অবসাদে ভুগছিলেন। পঙ্কজের দাদা পাপ্পু প্রসাদ জানান, ভাইয়ের মোবাইল গেম খেলার নেশা থাকলেও অনলাইন জুয়ায় আসক্তির বিষয়ে নিশ্চিত নন। তবে তাঁর বন্ধুরা জানিয়েছেন, পঙ্কজ বেশ কিছুদিন ধরেই মোবাইল গেমে মোটা অঙ্কের টাকা হেরেছিলেন।

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement