Advertisement

শিলিগুড়িতে বাংলাদেশ সীমান্তে চোরাচালানের চেষ্টা, রুখতে গিয়ে জখম ১ BSF জওয়ান

বাংলাদেশি চোরাচালান রুখতে গিয়ে গুরুতর জখম হলেন এক বিএসএফ জওয়ান। শুক্রবার ভোরে ঘটনাটি শিলিগুড়ির রাজগঞ্জে খালপাড় গ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তে। পাল্টা আক্রমণে মৃত্যু হয় এক বাংলাদেশি পাচারকারীর।

শিলিগুড়িতে বাংলাদেশ সীমান্তে চোরাচালানের চেষ্টা, রুখতে গিয়ে জখম ১ BSF জওয়ানশিলিগুড়িতে বাংলাদেশ সীমান্তে চোরাচালানের চেষ্টা, রুখতে গিয়ে জখম ১ BSF জওয়ান
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 08 Mar 2025,
  • अपडेटेड 3:07 PM IST
  • ১৫-২০ জন বাংলাদেশি দুষ্কৃতীর একটি দল অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে ঢোকে
  • তাদের সঙ্গে ভারতীয় দিক থেকেও দুষ্কৃতীরা গরু ও অন্য পণ্য চোরাচালান করতে যোগ দেয়

বাংলাদেশি চোরাচালান রুখতে গিয়ে গুরুতর জখম হলেন এক বিএসএফ জওয়ান। শুক্রবার ভোরে ঘটনাটি শিলিগুড়ির রাজগঞ্জে খালপাড় গ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তে। পাল্টা আক্রমণে মৃত্যু হয় এক বাংলাদেশি পাচারকারীর। বিএসএফ-র মুখপাত্র জানিয়েছেন যে ১৫-২০ জন বাংলাদেশি দুষ্কৃতীর একটি দল অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডের অনেক ভেতরে প্রবেশ করে। তাদের সঙ্গে ভারতীয় দিক থেকেও দুষ্কৃতীরা গরু ও অন্য পণ্য চোরাচালান করতে যোগ দেয়।

বিএসএফের একটি টহল দল তাদের আত্মসমর্পণ করতে বলে। যদিও, দুষ্কৃতী কাটারি, কাস্তের মতো, লাঠি এবং পাথর ছুঁড়ে আক্রমণ বিএসএফ জওয়ানদের ওপরে হামলা চালায়। বিএসএফ জওয়ানরা আক্রমণকারীদের ছত্রভঙ্গ করার জন্য শূন্যে গুলি চালায়। কিন্তু দুষ্কৃতীরা পিছু হটেনি, তারা একজন জওয়ানের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপরেই ওই জওয়ান তাঁর রাইফেল থেকে গুলি চালালে দুষ্কৃতীরা পালিয়ে যায়। একজন বিএসএফ জওয়ান গুরুতর আহত হন। ঘটনাস্থলে একজন অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়।

বাংলাদেশি পাচারকারীরা সীমান্তের বেড়া কেটে ভারতে ঢুকেছিল। দুষ্কৃতীরা যে দুটি গরু পাচারের চেষ্টা করেছিল তা উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির ভারতের নাগরিক নাকি বাংলাদেশের? তা এখনও নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুন

TAGS:
Read more!
Advertisement
Advertisement