ASHA Post Recruitment 2025: দার্জিলিং জেলায় সরকারি নিয়োগের বড় সুযোগ। বিশেষ করে মহিলাদের জন্য। দার্জিলিং জেলায় একাধিক শূন্যপদে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ দিন ১৪ নভেম্বর ২০২৫ এর বিকেল ৫টা পর্যন্ত। আবেদন করার সময় হল সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রার্থীদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।
দার্জিলিং জেলার জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের অধীনে কাজ করতে হবে আশাকর্মীদের। জেলার বিভিন্ন মহকুমায় নিয়োগ করা হবে। প্রশাসনিক বিজ্ঞপ্তি অনুযায়ী, মহিলারাই একমাত্র এই পদে আবেদন করতে পারবেন। আবেদনের যাবতীয় তথ্য পেতে এই Link এ ক্লিক করুন।
আশাকর্মী পদে চাকরির জন্য যোগ্যতা
জেলার প্রশাসনিক ওয়েবসাইটে জানানো হয়েছে, বিবাহিত, বিবাহ বিচ্ছিন্না বা বিধবা হতে হবে। আবেদনকারীকে যে এলাকা বা গ্রামে পোস্টিং দেওয়া হবে, তাঁকে ওই এলাকা বা গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
এই পোস্টে আবেদনের জন্য বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা
আশাকর্মী পদে আবেদনের জন্য বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। SC/ST হলে ২২ বছর বয়সেও আবেদন করা যাবে। দার্জিলিং জেলায় আশাকর্মী পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ বা সমতুল্য পাশ করতে হবে। মাধ্যমিক পরবর্তী উচ্চশিক্ষা থাকলেও তিনি আবেদন করতে পারবেন, তবে প্রার্থী বাছাইয়ে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিটকেই গ্রাহ্য করা হবে। ফরম্যাটে আবেদনপত্র সহ অন্য নথি সংশ্লিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে জমা দিতে হবে।
মাইনে কত আশাকর্মীদের?
আশাকর্মীদের জন্য চলতি বছরেই বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৫ সালের অগাস্ট মাস থেকেই কার্যকর হয়ে গিয়েছে। আশাকর্মীদের বেতন ৪ হাজার থেকে ৪ হাজার ৭৫০ টাকা ছিল। প্রতিমাসে ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। ফলে বর্ধিত বেতন এখন ৪ হাজার ৭৫০ টাকা থেকে শুরু।