Advertisement

বাংলাদেশ থেকে মহিলাদের ভারতে পাচারের চেষ্টা, শিলিগুড়িতে গ্রেপ্তার ৮

গোপন সূত্রের ভিত্তিতে শিলিগুড়ি এনজেপি স্টেশন সংলগ্ন এলাকা থেকে পাঁচজন বাংলাদেশী মহিলা সমেত তিনজন পাচারকারীকে গ্রেফতার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজেপি থানার পুলিশ। জানা গিয়েছে, কাজের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে মহিলাদের নিয়ে আসা হয়েছিল ভারতে ৷ এরপর অন্যত্র পাচারের চেষ্টা ছিল পাচারকারীদের৷ তার আগেই ধরা পড়ে যা. তারা। 

বাংলাদেশ থেকে মহিলাদের ভারতে পাচারের চেষ্টা, শিলিগুড়িতে গ্রেপ্তার ৮
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 24 Jul 2023,
  • अपडेटेड 2:44 PM IST
  • বাংলাদেশ থেকে মহিলাদের
  • ভারতে পাচারের চেষ্টা
  • শিলিগুড়িতে গ্রেপ্তার ৮

রবিবার গভীর রাতে এনজেপি স্টেশন এলাকা থেকে ৮ জনকে গ্রেপ্তার করে শিলিগুড়ি পুলিশের পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও এনজেপি থানা। এর মধ্যে ৫ জন বাংলাদেশি মহিলা ও তিনজন পাচারকারী বলে জানা গিয়েছে। 

গোপন সূত্রের ভিত্তিতে শিলিগুড়ি এনজেপি স্টেশন সংলগ্ন এলাকা থেকে পাঁচজন বাংলাদেশী মহিলা সমেত তিনজন পাচারকারীকে গ্রেফতার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজেপি থানার পুলিশ। জানা গিয়েছে, কাজের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে মহিলাদের নিয়ে আসা হয়েছিল ভারতে ৷ এরপর অন্যত্র পাচারের চেষ্টা ছিল পাচারকারীদের৷ তার আগেই ধরা পড়ে যা. তারা। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার এই পাঁচ জন মহিলাকে নিয়ে ঢাকা থেকে রওনা হয় পাচারকারীরা, শনিবার সারারাত পায়ে হেঁটে তারা ভারতের সীমান্তর কাছে এসে পৌঁছল। উত্তর দিনাজপুর জেলার দোমোহনী এলাকার ভারত-বাংলাদেশ সীমানা দিয়ে এই পাঁচ জন মহিলা ভারতে প্রবেশ করে।সেখান থেকে তাদেরকে এপ্রান্তে থাকা পাচারকারীরা নিয়ে আসে এনজেপি স্টেশন সংলগ্ন এলাকায়। সেই সময় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের কাছে গোপন সূত্রে খবর আসে এবং সেখান থেকেই তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশের সন্দেহ এই ঘটনার সাথে বড় কোন আন্তর্জাতিক পাচার চক্রের হাত রয়েছে। তিনজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। সোমবার ধৃত তিনজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

জানা গিয়েছে, ধৃত মহিলারা বাংলাদেশের ঢাকার বাসিন্দা৷ তাঁরা বাংলাদেশি এজেন্টের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন৷ এরপর উত্তর দিনাজপুর হয়ে রবিবার রাতে তাঁরা শিলিগুড়িতে পৌঁছান৷ শিলিগুড়ির বাসিন্দা তিন ভারতীয় এজেন্ট ঝন্টু রায়, ফোনি রায় ও সঞ্জয় রায় তাঁদের অন্যত্র পাচার করত বলে অভিযোগ৷ তার আগেই খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়৷ মহিলারা পুলিশকে জানিয়েছে, বাংলাদেশে এক ব্যক্তি তাঁদের জানিয়েছিল ভারতে গেলে তাঁদের জন্য কাজ রয়েছে৷ এরপরই তাঁদের বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে নিয়ে আসা হয়৷ এরপর ভারতীয় এজেন্টের মাধ্যমে তাঁরা শিলিগুড়িতে পৌঁছান৷ ধৃতদের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷ ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে৷

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement