Advertisement

Balurghat Incident: বিহার থেকে গ্যাং এনে বালুরঘাটে তরুণীকে মারধর করে ফেলে গেল প্রেমিক

মঙ্গলবার রাতে বালুরঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা করিয়ে ওই রাতেই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযোগ পেয়েই পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Aajtak Bangla
  • বালুরঘাট,
  • 01 Jan 2026,
  • अपडेटेड 11:44 PM IST

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রকাশ্য রাস্তায় এক তরুণীকে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তাঁর প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। অভিযোগ, বিহার থেকে দলবল নিয়ে এসে পরিকল্পিতভাবেই হামলা চালানো হয় ওই ছাত্রীর উপর। চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারধর করা হয়। শুধু তাই নয়, তরুণীর মোবাইল ফোন কেড়ে নিয়ে নর্দমায় ছুড়ে ফেলা হয় বলেও অভিযোগ। ছিনিয়ে নেওয়া হয় মানিব্যাগও। ঘটনার পর অভিযুক্তরা বিহারে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাতে বালুরঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা করিয়ে ওই রাতেই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযোগ পেয়েই পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা বালুরঘাটের একটি মহিলা কলেজের ছাত্রী। অনলাইনে গেম খেলার সূত্রেই বিহারের এক যুবকের সঙ্গে পরিচয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পর প্রেমিক লাগাতার কুপ্রস্তাব দিতে শুরু করে। এতে আপত্তি জানিয়ে ওই ছাত্রী সম্পর্ক ছিন্ন করেন।

আরও পড়ুন

অভিযোগে আরও বলা হয়েছে, সম্পর্ক ভেঙে গেলেও বিহারে বসে বন্ধুবান্ধবদের মাধ্যমে ওই তরুণীর উপর নজরদারি চালাচ্ছিল অভিযুক্ত যুবক। মঙ্গলবার সে তার সঙ্গীসাথিদের নিয়ে বিহার থেকে বালুরঘাটে এসে একটি লজে ওঠে। সেখান থেকেই নজরদারি চলছিল। রাতে বাসস্ট্যান্ড এলাকার একটি জিম থেকে বেরোনোর সময় পিছন থেকে আচমকাই হামলা চালানো হয় বলে অভিযোগ।

তরুণীর চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হতে শুরু করলে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। থানায় অভিযোগ জানিয়ে নির্যাতিতা বলেন, “বারবার কুপ্রস্তাব দেওয়ার কারণেই আমি সম্পর্ক ভেঙে দিয়েছিলাম। কিন্তু ওরা যে এভাবে বিহার থেকে এসে হামলা করবে, তা ভাবতে পারিনি। আরও বড় ক্ষতির আশঙ্কা থেকেই পুলিশের দ্বারস্থ হয়েছি।”

এই ঘটনার পর প্রকাশ্য রাস্তায় এমন নৃশংস হামলা ঘিরে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানিয়েছেন, “ঘটনায় অভিযোগ হয়েছে, মামলা রুজু করা হয়েছে। পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।” পুলিশ সূত্রের দাবি, এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement