Advertisement

পারিবারিক অশান্তির জের, স্ত্রীর অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার অভিযোগ বালুরঘাটে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির ফলে দীর্ঘদিন মেয়েকে নিয়ে আলাদা থাকেন স্ত্রী। মেয়েকে তাঁর কাছে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন ওই অভিযুক্ত স্বামী। তাতে রাজি না হওয়ায় স্বামী সোশ্যাল মাধ্যমে তাঁর অন্তরঙ্গ ছবি দিয়ে দেন বলে অভিযোগ।

পারিবারিক অশান্তির জের, স্ত্রীর অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার অভিযোগ বালুরঘাটেপারিবারিক অশান্তির জের, স্ত্রীর অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার অভিযোগ বালুরঘাটে
Aajtak Bangla
  • বালুরঘাট,
  • 27 Feb 2025,
  • अपडेटेड 4:18 PM IST

স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। বদলা নিতে স্ত্রীকে বদনাম করার ছক কষেন স্বামী। স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের সময় তোলা গোপন মুহূর্তের ছবি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। প্রতিকার চেয়ে থানায় অভিযোগ জানিয়েছেন স্ত্রী। অভিযোগ পেয়েই দক্ষিণ দিনাজপুর জেলা সাইবার ক্রাইম থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। বালুরঘাট ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির ফলে দীর্ঘদিন মেয়েকে নিয়ে আলাদা থাকেন স্ত্রী। মেয়েকে তাঁর কাছে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন ওই অভিযুক্ত স্বামী। তাতে রাজি না হওয়ায় স্বামী সোশ্যাল মাধ্যমে তাঁর অন্তরঙ্গ ছবি দিয়ে দেন বলে অভিযোগ। বিষয়টি নজরে পড়তেই হতাশ হয়ে পড়েন স্ত্রী। অবশেষে মঙ্গলবার বালুরঘাট জেলা সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন ওই মহিলা।

প্রায় চার বছর আগে তপনের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল ওই মহিলার। ভালোবাসা করে বিয়ে হলেও সংসারে অশান্তি লেগেই ছিল। বর্তমানে তাদের একটি তিন বছরের মেয়েও রয়েছে। অভিযোগ, বিয়ের পরে স্বামী কোনও রোজগার করতেন না। যার ফলে পারিবারিক সমস্যা চরম আকার নেয়। এমনকি বাধ্য হয়ে ওই মহিলাকে গৃহ পরিচারিকার কাজ পর্যন্ত করতে হয়েছে। কিন্তু তাতেও সংসারে শান্তি ফিরে আসেনি। অবশেষে স্বামীর ঘর ছেড়ে যেতে বাধ্য হন তিনি। প্রায় পাঁচ মাস আগে থেকে মেয়েকে নিয়ে তিনি আলাদা থাকেন।

আরও পড়ুন

এরপর থেকেই মেয়েকে কাছে পাওয়ার জন্য ফোন করে চাপ দিতে থাকেন স্বামী বলে অভিযোগ। এমনকী একাধিকবার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। দাবি না মানায় ওই মহিলার গোপন মুহূর্তের ছবি সোশ্যাল মাধ্যমে দেওয়া হয়েছে। এমনকী মেয়েকে তার কাছে না দিলে আরও ছবি ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি স্বামী দিতে থাকেন বলে অভিযোগ মহিলার। আতঙ্কে এদিন ওই আদিবাসী মহিলা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement