Advertisement

Bangladeshi Infiltrator Arrested: বৈষ্ণবনগরে ধৃত দুই বাংলাদেশি, গরুপাচার চক্রের সক্রিয় সদস্য বলে সন্দেহ

ধৃতদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ এবং গোরু পাচার চক্রে যুক্ত থাকার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। রবিবার তাদের মালদা জেলা আদালতে (Malda District Court) তোলা হয়। পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।

Aajtak Bangla
  • মালদা,
  • 09 Nov 2025,
  • अपडेटेड 5:17 PM IST

এসআইআর (SIR) আবহের মধ্যেই ফের চাঞ্চল্য মালদার বৈষ্ণবনগরে। রবিবার কুম্ভিরা (Kumbhira) এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতদের নাম তাজেল হোসেন (২২) ও মহম্মদ মোমিন (২৯)। দু’জনেরই বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা দীর্ঘদিন ধরেই গোরু পাচার (Cattle Smuggling) চক্রের সঙ্গে যুক্ত। সম্প্রতি পাচারের উদ্দেশ্যে তারা সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে ভারতে প্রবেশ করে এবং বৈষ্ণবনগর থানার অন্তর্গত কুম্ভিরা এলাকায় আশ্রয় নেয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিয়ে দুই বাংলাদেশিকে হাতেনাতে পাকড়াও করে।

ধৃতদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ এবং গোরু পাচার চক্রে যুক্ত থাকার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। রবিবার তাদের মালদা জেলা আদালতে (Malda District Court) তোলা হয়। পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় সম্প্রতি সীমান্তের ওপার থেকে অবৈধ অনুপ্রবেশের সংখ্যা বেড়ে গেছে। পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন।

 

Read more!
Advertisement
Advertisement