Advertisement

Bangladeshi Arrest: শিলিগুড়িতে ভুয়ো আধার কার্ড দিয়ে চাকরি বাংলাদেশি যুবকের, SSB-র হাতে গ্রেফতার

এসএসবি সূত্রে খবর, ভারতে ঢোকার পর সে শিলিগুড়ি ও বাগডোগরা এলাকায় ওয়েল্ডিংয়ের কাজ করছিল। স্থানীয় শ্রমিকদের সঙ্গে মিশে গিয়ে ভুয়ো আধারকার্ডের সাহায্যে কাজ জোগাড় করে নিয়েছিল সে। পরে রবিবার সকালে তাকে খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়।

এসএসবি জওয়ানদের সঙ্গে গ্রেফতার বাংলাদেশিএসএসবি জওয়ানদের সঙ্গে গ্রেফতার বাংলাদেশি
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 02 Nov 2025,
  • अपडेटेड 4:42 PM IST

ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকায় ধরা পড়ল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃত তরুণের নাম হেমালচন্দ্র রায়। তিনি বাংলাদেশের দিনাজপুর জেলার নাধাবুড়ি এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি জাল আধারকার্ডও। রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।

শনিবার গভীর রাতে পানিট্যাঙ্কি ট্রাফিক মোড়ের কাছে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই তরুণকে। আচরণে সন্দেহ হওয়ায় এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাঁকে আটক করেন। রাতভর জিজ্ঞাসাবাদের পর জানা যায়, আড়াই মাস আগে দালালের মাধ্যমে চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল হেমাল।

এসএসবি সূত্রে খবর, ভারতে ঢোকার পর সে শিলিগুড়ি ও বাগডোগরা এলাকায় ওয়েল্ডিংয়ের কাজ করছিল। স্থানীয় শ্রমিকদের সঙ্গে মিশে গিয়ে ভুয়ো আধারকার্ডের সাহায্যে কাজ জোগাড় করে নিয়েছিল সে। পরে রবিবার সকালে তাকে খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

খড়িবাড়ি থানার ওসি অভিজিৎ বিশ্বাস বলেন, “ধৃতকে হেফাজতে নিয়ে জাল আধারকার্ড চক্রের মাথাদের খোঁজা হবে। তার পেছনে আরও বড় দালালচক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।” এই ঘটনার পর ভারত-নেপাল সীমান্তে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বিশেষ করে পানিট্যাঙ্কি ও খড়িবাড়ি এলাকায় টহলদারি জোরদার করেছে এসএসবি। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে সক্রিয় হয়েছে স্থানীয় পুলিশও।

 

Read more!
Advertisement
Advertisement