Advertisement

Siliguri Bank Employee Arrest: ফাঁসিদেওয়ার ব্যাঙ্ককর্মীর মৃত্যুর তদন্তে নেমে তছরুপ ফাঁস, গ্রেফতার ২ কর্মী

Siliguri Bank Employee Arrest: ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত কোষাধ্যক্ষ প্রহ্লাদ বসাককে এই অনিয়মের দিকেই ঠেলে দিয়েছিল সমীর। বিপুল অঙ্কের টাকা মেলাতে না পেরে প্রহ্লাদের উপর নেমে এসেছিল তীব্র মানসিক চাপ। শুক্রবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর শুরু হয় বিভাগীয় তদন্ত। সেখানেই প্রকাশ্যে আসে আর্থিক কারচুপির গোটা খতিয়ান।

ধৃতদের আদালতে নিয়ে যাওয়া হচ্ছেধৃতদের আদালতে নিয়ে যাওয়া হচ্ছে
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 18 Jan 2026,
  • अपडेटेड 11:37 PM IST

Siliguri Bank Employee Arrest: শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় বেসরকারি ব্যাংক কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উঠল নতুন রহস্য। তদন্তে নামতেই সামনে এল বড়সড় আর্থিক তছরুপের অভিযোগ। ফাঁসিদেওয়া থানার পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে শাখার দুই দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার প্রতাপ সরকার এবং সমীর দেবনাথকে। অভিযোগ, দু’জনের হিসেবেই সাড়ে ১৩ লক্ষ টাকার গরমিল ধরা পড়েছে।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত কোষাধ্যক্ষ প্রহ্লাদ বসাককে এই অনিয়মের দিকেই ঠেলে দিয়েছিল সমীর। বিপুল অঙ্কের টাকা মেলাতে না পেরে প্রহ্লাদের উপর নেমে এসেছিল তীব্র মানসিক চাপ। শুক্রবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর শুরু হয় বিভাগীয় তদন্ত। সেখানেই প্রকাশ্যে আসে আর্থিক কারচুপির গোটা খতিয়ান।

তদন্তকারীরা জানিয়েছেন, প্রতাপের বাড়ি জলপাইগুড়িতে এবং সমীরের বাড়ি দিনহাটায়। রবিবার ধৃত দু’জনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে বিচারক তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। পুলিশ এখন খতিয়ে দেখছে, এই অর্থ দুর্নীতির সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না এবং প্রহ্লাদের মৃত্যুর নেপথ্যে প্রকৃত চাপ কোথা থেকে তৈরি হয়েছিল।

আরও পড়ুন

ফাঁসিদেওয়া থানার আধিকারিকরা জানিয়েছেন, ব্যাংকের লেনদেন থেকে শুরু করে অভ্যন্তরীণ নথি, সব কিছুই ফের খতিয়ে দেখা হচ্ছে। উত্তরবঙ্গের এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে তীব্র আতঙ্ক।

 

Read more!
Advertisement
Advertisement