উত্তরবঙ্গে বন্যা হয়েছে। প্রাণ হারিয়েছেন অনেকে। লাগাতার বৃষ্টি হয়েছে নেপাল ও ভুটানেও। তার জেরে সেই দুই দেশ থেকে অনেক লাশ মিলেছে উত্তরবঙ্গের নদীগুলোতে। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মিরিকের দুধিয়ায় বন্যায় মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য করেন।
মুখ্যমন্ত্রী সেখানেই জানান, ভুটানের নদী থেকে জল এসেছে উত্তরবঙ্গের নদীগুলোতে। তার ফলে বন্যা হয়েছে। সেই বন্যায় কেবল বাংলার মানুষ নয়, নেপাল ও ভুটানের অনেক মানুষ মারা গিয়েছেন। তাদের লাশ ভেসে এসেছে এখানে। তবে সেই সব দেহ ফিরিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, 'নেপাল ও ভুটানের অনেক বডি ভেসে এসেছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। সসম্মানে সেই সব দেহ সংশ্লিষ্ট দেশের সরকারের হাতে তুলে দেওয়া হবে।'
বন্যার জেরে মিরিকে একটি ব্রিজ ভেঙে যায়। সেই ব্রিজ আগামী ১৫ দিনের মধ্যে সারানো হবে বলেও জানান তিনি। বলেন, 'পাইপ দিয়ে সেই ব্রিজ বানানো হবে। ছোটো গাড়ি যাবে। বড় গাড়ি চলাচল করতে পারবে না। ইঞ্জিনিয়ররা অনেক কাজ করছেন। সেজন্য তাদের ধন্যবাদ। তবে রাস্তাগুলো খারাপ হয়ে আছে। সেগুলো দ্রুত সারাতে হবে। না হলে সাধারণ মানুষের অসুবিধা হবে। যে সব এলাকা থেকে জল নামেনি, মানুষের ক্ষতি হয়েছে সেই সব জায়গাতে কমিউনিটি কিচেন চলবে। রান্নাবান্না কাউকে করতে হবে না। কৃষিজমি নষ্ট হয়েছে অনেকের। যে যে জেলার বা এলাকার মানুষের জমি নষ্ট হয়েছে তাদের কৃষিবিমা দেওয়া হবে।'
আজ মিরিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ১৬ জন মৃতের পরিবারের সদস্যরা। তাঁদের প্রতি সমবেদনা জানিয়ে মমতা বলেন, 'অনেকের সব কাগজপত্র নষ্ট হয়েছে। সেগুলোর ব্যবস্থা করে দিতে হবে। বাচ্চাদের বই, খাতা, ড্রেস ইত্যাদি দিতে হবে। রাস্তা নষ্ট হলে সেগুলো সারাতে হবে। মৃতদের পরিবারের একজন সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে। সেজন্য বায়োডাটা সংগ্রহ করবেন জেলাশাসকরা। তবে কারও প্ররোচনায় পা দেবেন না। আমিই আপনাদের পাশে থাকব।'