Advertisement

Siliguri Bengali Signboard: পয়লা বৈশাখ থেকে শিলিগুড়িতে সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক, না মানলে...

Siliguri Bengali Signboard: ১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন থেকে এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে, অন্যথায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পুরনিগমের তরফে জানানো হয়েছে, বাংলা ভাষার ঐতিহ্য বহাল রাখতেই এই সিদ্ধান্ত। নির্দেশ পালন না করলে এমনকী দোকানের ট্রেড লাইসেন্সও বাতিল হতে পারে বলে জানানো হয়েছে।

পয়লা বৈশাখ থেকে শিলিগুড়িতে সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক, না মানলে...পয়লা বৈশাখ থেকে শিলিগুড়িতে সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক, না মানলে...
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 20 Mar 2025,
  • अपडेटेड 1:19 PM IST

Siliguri Bengali Signboard: শিলিগুড়িতে যে কোনও সাইনবোর্ড ও হোর্ডিং টাঙালে তাতে বাংলা লেখা বাধ্যতামূলক করল শিলিগুড়ি পুরনিগম।  গতকাল পুরনিগমের তরফ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নির্দেশের কথা জানানো হয়েছে। ৫ মার্চ পুরনিগমের মাসিক বোর্ড মিটিংয়ে তা অনুমোদন করা হয়েছিল। বুধবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দোকান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিপনন কেন্দ্র (শপিং মল), রেস্তোরাঁ, হোটেল, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার প্রভৃতির সাইনবোর্ড বা হোর্ডিংয়ে অন্য যে কোনও ভাষার সঙ্গে ভাষায় লেখা বাধ্যতামূলক। এই নির্দেশিকা সকল বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন থেকে এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে, অন্যথায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পুরনিগমের তরফে জানানো হয়েছে, বাংলা ভাষার ঐতিহ্য বহাল রাখতেই এই সিদ্ধান্ত। নির্দেশ পালন না করলে এমনকী দোকানের ট্রেড লাইসেন্সও বাতিল হতে পারে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

গত ২১শে ফেব্রুয়ারি, ভাষা দিবসের বিশেষ অনুষ্ঠানে শহরের মেয়র গৌতম দেব ঘোষণা করেন, শীঘ্রই শিলিগুড়িতে বাংলা সাইনবোর্ড বাধ্যতামূলক করা হবে। সেই ঘোষণা অনুসারেই আজ চূড়ান্ত নির্দেশিকা জারি করল পুরসভা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং অফিসগুলিকে দ্রুত এই নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে বাংলা সাইনবোর্ড না লাগালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নোটিশ পাঠানো হবে। এমনকী জরিমানার বিধানও চালু করার বিষয়ে চিন্তাভাবনা করছে পুরসভা।

কিছু ব্যবসায়ী স্বাগত জানালেও কিছু ব্যবসায়ী এই নির্দেশনায় অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষত বহুজাতিক সংস্থাগুলি ও বড় শপিং মলের মালিকরা বলছেন, ইংরেজি ও হিন্দির পাশাপাশি বাংলাও রাখা যেতে পারে, কিন্তু শুধু বাংলা ভাষায় সাইনবোর্ড বাধ্যতামূলক করা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

পুরসভা জানিয়েছে, নির্ধারিত সময়সীমার পর বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে, যারা শহরের বিভিন্ন অঞ্চলে ঘুরে সাইনবোর্ড পর্যবেক্ষণ করবে। যদি কোনও ব্যবসায়ী বা প্রতিষ্ঠান নির্দেশ অমান্য করেন, তবে কড়া পদক্ষেপ নেওয়া হবে। শিলিগুড়ির এই সিদ্ধান্ত বাংলা ভাষার গুরুত্ব পুনরুদ্ধারের একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন ভাষা আন্দোলনের কর্মীরা। নববর্ষের আগেই শহরজুড়ে এই পরিবর্তন দেখতে প্রস্তুত শিলিগুড়িবাসী!

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement