Advertisement

Bike Ambulance Dada: 'অ্যাম্বুল্যান্স দাদা' পদ্মশ্রী করিমূল হকের বুকে হঠাৎ ব্যথা, হাসপাতালে ভর্তি

Bike Ambulance Dada: শনিবার বিকেলে হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয় তাঁর। অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে সেখান থেকে শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Aajtak Bangla
  • জলপাইগুড়ি,
  • 04 Nov 2023,
  • अपडेटेड 11:50 PM IST

Bike Ambulance Dada: আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন পদ্মশ্রী করিমূল হক। বাইক অ্যাম্বুল্যান্স দাদা নামে গোটা দেশে বিখ্যাত তিনি। শনিবার একটি মেলায় স্বাস্থ্য সম্পর্কিত শিবিরে যাওয়ার সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। আপাতত তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়েছে।

শনিবার বিকেলে হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয় তাঁর। অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে সেখান থেকে শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ক্রান্তির চেকেন্দা ভান্ডারি মেলাতে দর্শনার্থীদের সুবিধার্থে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দিতে স্টল দিয়েছেন করিমূল হক। সেখানেই যাওয়ার উদ্দ্যেশ্যে বিকেল ৪টায় বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। মেলাতে যাওয়ার আগে ক্রান্তিতে এক রোগীর পরিবারের সঙ্গে দেখা করতে যান। সেখানেই হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের। দ্রুত ছুটে আসেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন

অ্যাম্বুল্যান্সে করে ক্রান্তিতেই একটি প্যাথলজিক্যাল ল্যাবে ইসিজি করার পর সেই রিপোর্ট মোবাইলে করিমুল হকের পরিচিত চিকিৎসককে পাঠানো হয়। এরপরই দ্রুত তিনি করিমুল হককে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। দেরি না করে পরিবারের সদস্যরা সোজা করিমুল হককে নিয়ে শিলিগুড়িতে এয়ারভিউ মোড়ের হাসপাতালে ভর্তি করেন।

করিমুলের ছোট ছেলে আমিনুল হক বলেন, ‘আপাতত শিলিগুড়িতে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। আইসিইউতে রয়েছেন বাবা।’ হার্টের একটি ভাল্ব ব্লকেজ হয়ে গিয়েছে বলে জানান তিনি।

 

Read more!
Advertisement
Advertisement