SIR Fear Birbhum: বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত লেলেঙ্গড় গ্রাম ও আশেপাশের বাধপাড়া, নিচুপাড়া এলাকায় অদ্ভুত এক আতঙ্কের ছায়া নেমে এসেছে। কেন্দ্র সরকারের ঘোষিত SIR (Status Investigation Report)–এর খবর ছড়িয়ে পড়তেই গ্রামজুড়ে শুরু হয়েছে ভয় আর গুজবের দৌরাত্ম্য। স্থানীয়রা আতঙ্কে এখন ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে নিজেদের সঞ্চিত টাকা তুলে নিচ্ছেন দ্রুত।
গ্রামের প্রায় প্রতিটি পরিবারেই যাঁদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তাঁরা গণহারে একে একে টাকা তোলার প্রতিযোগিতায় নেমেছেন। কারণ, তাঁদের ধারণা, যদি ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের নাম না থাকে, তবে হয়তো তাঁদের কোথাও পাঠিয়ে দেওয়া করা হবে।
লেলেঙ্গড় ও আশেপাশের অধিকাংশ গ্রামবাসী মূলত পূর্ববঙ্গ (বর্তমান বাংলাদেশ) থেকে বহু দশক আগে এসে এখানে স্থায়ীভাবে বসবাস করছেন। তাঁদের মধ্যে অনেকেই ভারতীয় নাগরিকত্ব প্রমাণ নিয়ে চিন্তিত, বিশেষ করে ভোটার তালিকায় নাম থাকা না থাকার অনিশ্চয়তা ঘিরে আতঙ্কে ভুগছেন।
এই পরিস্থিতির ফলে স্থানীয় ব্যাংকগুলিতে উপচে পড়া ভিড় দেখা গেছে। রেললাইনের পাশে অবস্থিত ব্যাংক শাখাগুলিতে সকাল থেকে দীর্ঘ লাইন। নগদ টাকা হাতে রাখাই এখন অনেকের কাছে ‘নিরাপত্তার প্রতীক’।
প্রশাসন চেষ্টা করছে গ্রামবাসীদের আশ্বস্ত করতে, তাঁদের নাগরিক অধিকার ও ব্যাংক সুরক্ষার বিষয়ে জানাতে। তবে আতঙ্ক এখনো কাটেনি। গ্রামজুড়ে এখন ভয় আর অনিশ্চয়তার বাতাস বইছে।