Advertisement

'বিজেপি না জিতলে বাংলা রোহিঙ্গা প্রদেশে পরিণত হবে' শিলিগুড়িতে দাবি বিপ্লবের

বাগডোগরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব দেব বলেন, “ছাব্বিশের নির্বাচন বাংলার মানুষের জীবন বাঁচানোর লড়াই। এবার বিজেপিকে জিততেই হবে। নইলে ওরা বাংলাকে রোহিঙ্গা প্রদেশে পরিণত করবে।” তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 26 Jan 2026,
  • अपडेटेड 4:20 PM IST

বাগডোগরায় নেমেই আক্রমণাত্মক বিপ্লব দেব, ২০২৬-এর ভোটে ‘অস্তিত্বের লড়াই’-এর ডাক

সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরে পা রাখতেই রাজ্য রাজনীতিতে উত্তাপ ছড়াল বিজেপির সর্বভারতীয় নেতা বিপ্লব দেবের মন্তব্যে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে তিনি দাবি করেন, আসন্ন ভোট শুধু ক্ষমতা দখলের লড়াই নয়, বরং বাংলার মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই।

বাগডোগরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব দেব বলেন, “ছাব্বিশের নির্বাচন বাংলার মানুষের জীবন বাঁচানোর লড়াই। এবার বিজেপিকে জিততেই হবে। নইলে ওরা বাংলাকে রোহিঙ্গা প্রদেশে পরিণত করবে।” তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

আরও পড়ুন

বেহালার সখের বাজারে বিজেপির পার্টি অফিসে হামলার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন তিনি। বিপ্লব দেবের বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় এখন হতাশাগ্রস্ত। বিনাশকালে মানুষের উল্টো বুদ্ধি হয়।”

রাজ্যের কর্মসংস্থান পরিস্থিতি নিয়েও তীব্র আক্রমণ করেন বিজেপি নেতা। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি দেওয়ার ক্ষমতা নেই, মানুষের রোজগার কেড়ে নেওয়ার ক্ষমতা আছে। দাদাগিরি করতে হলে আমার সামনে আসুক।” এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক আরও তীব্র হয়েছে।

এদিন বাগডোগরা বিমানবন্দরে নামার পর বিপ্লব দেব সরাসরি মাটিগাড়ায় দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার বাড়িতে যান। সেখানে মধ্যাহ্নভোজের পর শিলিগুড়ি সংলগ্ন এলাকায় একাধিক দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। উত্তরবঙ্গ সফর শেষে জেলার সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনাও করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement