
Coochbehar BJP Leader Arrest: বাড়ির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন কোচবিহারের বিজেপি নেতা জয়ন্ত বণিক। শনিবার রাতে কোচবিহার শহরের নতুনপল্লি এলাকা থেকে তাঁকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিবার তাঁকে বিশেষ আদালতে পেশ করে। আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। নির্বাচনের মুখে এমন ঘটনায় স্বভাবতই চাপে পড়েছে জেলা বিজেপি।
কোচবিহার জেলা পুলিশ সুপার সন্দীপ কাররা সংবাদমাধ্যমকে জানান, এক মহিলা কোতোয়ালি থানায় এসে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগেই গ্রেপ্তার করা হয় জয়ন্ত বণিককে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, “ঘটনার কথা জানা নেই, খোঁজ নিয়ে দেখছি।”
জয়ন্ত বণিক ২০২২ সালের পুরসভা নির্বাচনে কোচবিহারের ২০ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী ছিলেন। জিততে না পারলেও ভোটে ভালো ফল করেছিলেন। পুলিশ সূত্রের দাবি, অভিযুক্তের বাড়িতে ওই মহিলা দীর্ঘদিন পরিচারিকার কাজ করতেন। গত দেড়-দু’ বছর ধরে তাঁর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার তাঁকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। ভয় দেখানোর কারণে এতদিন মুখ খুলতে পারেননি তিনি। অবশেষে সাহস সঞ্চয় করে শনিবার থানায় অভিযোগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক অশান্তির জেরে জয়ন্ত বণিকের স্ত্রী বেশ কয়েক বছর আগে দুই মেয়েকে নিয়ে আলাদা হয়ে বাবার বাড়িতে থাকেন। সেই সময় থেকেই বাড়িতে পরিচারিকার দায়িত্ব ছিল ওই মহিলার ওপর। ঘটনা ঘিরে সরাসরি আক্রমণ শানিয়েছে তৃণমূল। কোচবিহার শহর ব্লকের সভাপতি দিলীপ সাহা বলেন, “অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এতে বিজেপি নেতৃত্বের চরিত্রই প্রমাণিত হয়। দেখুন, কোথায় কোথায় এদের নেতারা জড়িয়ে পড়ছে!”
রাজনৈতিক মহলের মতে, কোচবিহার শহর সবসময়ই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কোচবিহার দক্ষিণ কেন্দ্র জয় করতে হলে শহরের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পরিস্থিতিতে নির্বাচনের আগমুহূর্তে বিজেপি নেতার গ্রেপ্তার—স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়াবে পদ্ম শিবিরে।