Dilip Ghosh At Siliguri: নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা বাংলা। ক্রমশ তদন্তের জাল গোটাচ্ছে তদন্তকারী সংস্থা। আর একের পর এক উঠে আসছে নাম। এই পরিস্থিতিতে রবিবার সকালে শিলিগুড়িতে চা চক্রে যোগ দিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিজের বক্তব্য পেশ করেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক দিলীপ ঘোষ।দুর্নীতি প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “কালীঘাটের কাকুও গ্রেপ্তার হবেন। কয়েকটা দিন অপেক্ষা করুন। আগামীতে কার্তিক, গণেশ পুজোও হবে জেলে।” যা নিয়ে হইচই শুরু হয়েছে। যদিও তৃণমূল বিষয়টিকে পাত্তা দিতে চাইছে না। দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব সংবাদমাধ্যমকে বলেন, “দিলীপ ঘোষ একেক সময় একেক রকম কথা বলেন। তাতে এত গুরুত্ব দেওয়ার কারণ নেই।”
আরও পড়ুনঃ অ্যাডেনো ভাইরাসে ফের রাজ্যে মৃত ২, উদ্বেগ চরমে
এদিন তৃণমূল নেতাদের গৃহবন্দি করে রাখার হুমকি দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রবিবার শিলিগুড়িতে ডাবগ্রামে শিলিগুড়ি পার্কের সামনে চায়ে পে চর্চা কর্মসূচিতে যোগ দেন তিনি। সেখানে নিশীথ প্রামাণিকের কনভয়ের ওপর হামলার তীব্র নিন্দা করেন দিলীপ। বলেন, ‘আমাদের অনেক এমপি, এমএলএ আছে। আমরাও বাড়ি ঘেরাও করব। কাউকে বের হতে দেব না। ওরা শুরু করেছে, আমরা শেষ করব। বাড়ির ইলেক্ট্রিসিটি কেটে দেব। বাড়ির জল কেটে দেব। দরজায় গোবর লেপে দেব। ঘর থেকে বের হতে দেব না।’ এরপর বিধান মার্কেটের অটোস্ট্যান্ডে আয়োজিত এক কর্মসূচিতেও অংশ নেন। উপস্থিত ছিলেন বিধায়ক আনন্দময় বর্মন, শঙ্কর ঘোষ, প্রাক্তন জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল, মাখনলাল সরকার প্রমুখ।
শনিবার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ির ওপর হামলা, গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গতকাল দুপুরে নিশীথ বুড়িরহাট এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে যাওয়ার সময় কালো পতাকা হাতে পথ আটকায় তৃণমূল কর্মী-সমর্থকরা। এরপরই প্রতিরোধ গড়ে তোলে বিজেপি কর্মী-সমর্থকেরা। এ নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। এই ঘটনার তীব্র নিন্দা জানান বিজেপি নেতৃত্ব। এদিন শিলিগুড়িতে কর্মসূচিতে যোগ দিয়ে গতকালের ঘটনায় ক্ষোভ উগরে দেন দিলীপ। এদিন উদয়ন গুহ সম্পর্কেও তিনি বলেন, উনি হারবেন বুঝে এমন উল্টোপাল্টা বলছেন।