BJP MLA Protest Pakistani Expulsion: সোমবার কোচবিহারের জেলা শাসকের কার্যালয়ের সামনে পাকিস্তানি নাগরিকদের অবিলম্বে দেশছাড়া করার দাবিতে ধর্ণায় বসলেন বিজেপির চার বিধায়ক। তাঁরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, পশ্চিমবঙ্গজুড়ে যে সমস্ত পাকিস্তানি নাগরিক অবস্থান করছেন, তাঁদের দ্রুত শনাক্ত করে দেশে ফেরত পাঠাতে হবে।
বিজেপির বিধায়ক সুকুমার রায়, নিখিল রঞ্জন দে, বরেনচন্দ্র বর্মন ও সুশীল বর্মন ওইদিন স্মারকলিপি জমা দিতে যান জেলা শাসকের দফতরে। কিন্তু তাঁদের অভিযোগ, ডিএম তাঁদের সঙ্গে দেখা করেননি। এরপরই তাঁরা জেলাশাসকের অফিস চত্বরে বসে পড়েন এবং স্পষ্ট জানান, যতক্ষণ না জেলা প্রশাসক তাঁদের সঙ্গে দেখা করছেন, ততক্ষণ ধর্ণা চলবে। বিষয়টি নিয়ে দলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, “আমরা জনপ্রতিনিধি, অথচ ডিএম আমাদের সঙ্গে দেখা করতে ভয় পাচ্ছেন। এটি গণতান্ত্রিক ব্যবস্থার অপমান।”
প্রসঙ্গত, ২৫ এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের প্রতিটি মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেন, প্রতিটি রাজ্যকে অবিলম্বে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাঁদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে হবে।
এই প্রেক্ষাপটে, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত সরকার পাকিস্তানিদের ভারতে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে। সরকার জানায়, পাকিস্তানের কোনও নাগরিক আর ভারতের ভিসা পাবেন না। এছাড়াও, সার্ক দেশগুলির মধ্যে পাকিস্তানিদের দেওয়া ‘এসভিইএস’ স্পেশাল ভিসা বাতিল করা হয়েছে।
যাঁরা মেডিকেল ভিসায় ভারতে ছিলেন, তাঁদের ২৯ এপ্রিলের মধ্যে দেশ ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে থাকা পাক নাগরিকদের দ্রুত চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে সরব হয়েছেন বিজেপির নেতারা।