Advertisement

Sukanta Majumder Threaten TMC: “ঝাড় দিয়ে তৃণমূলকে বাংলা থেকে সরানো হবে”, শিলিগুড়িতে হুঁশিয়ারি সুকান্ত মজুমদার

Sukanta Majumder Threaten TMC: শাসকদল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন সুকান্তবাবু। বলেন, “যেভাবে আমরা এলাকা পরিষ্কার করেছি, ঠিক সেভাবেই আগামী দিনে তৃণমূলকে বাংলা থেকে ঝাড়ু দিয়ে সরানো হবে।”

“ঝাড় দিয়ে তৃণমূলকে বাংলা থেকে সরানো হবে”, শিলিগুড়িতে হুঁশিয়ারি সুকান্ত মজুমদার“ঝাড় দিয়ে তৃণমূলকে বাংলা থেকে সরানো হবে”, শিলিগুড়িতে হুঁশিয়ারি সুকান্ত মজুমদার
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 25 Sep 2025,
  • अपडेटेड 6:03 PM IST

Sukanta Majumder Threaten TMC: পণ্ডিত দীন দয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার শিলিগুড়ির বাগডোগরায় আয়োজিত হয়েছিল স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। 'আই লাভ বাগডোগরা' চত্বরের সামনে স্বচ্ছ ভারত অভিযানে ঝাড়ু হাতে অংশ নেন তিনি।

এই কর্মসূচি থেকেই শাসকদল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন সুকান্তবাবু। বলেন, “যেভাবে আমরা এলাকা পরিষ্কার করেছি, ঠিক সেভাবেই আগামী দিনে তৃণমূলকে বাংলা থেকে ঝাড়ু দিয়ে সরানো হবে।”

আরও পড়ুন

তিনি আরও দাবি করেন, SIR (Standardised Integrated Register) চালু হলে রাজ্যের ভোটার তালিকায় থাকা ভুয়ো নামগুলো মুছে যাবে, আর তৃণমূলের ভরসার জায়গা তখনই ভেঙে পড়বে। তাঁর অভিযোগ, “তৃণমূল সংখ্যালঘু ভোট এবং ভুয়া ভোটারদের উপর নির্ভর করেই বারবার ক্ষমতায় ফিরছে। একে বলে সায়েন্টিফিক রিগিং। এক সময় বামেরা যেমন করত, আজ তৃণমূল সেই পথেই হাঁটছে।”

সেই সঙ্গে সম্প্রতি কলকাতার জলবন্দি পরিস্থিতি নিয়েও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, “কলকাতায় মানুষের মৃত্যু হয়েছে সরকারের দায়িত্বজ্ঞানহীনতার কারণে। বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল, কেন্দ্র থেকে একাধিকবার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্য কোনও ব্যবস্থা নেয়নি। জলনিকাশি ব্যবস্থার উন্নয়নের দিকেও নজর দেয়নি।”

সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও অভিযোগের তির ছোঁড়েন সুকান্ত মজুমদার। বলেন, “মুখ্যমন্ত্রী যে CSC (Common Service Centre) কোম্পানির কাছ থেকে সবচেয়ে বেশি টাকা পান, সেই কোম্পানির কারণেই আজ সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে। দুর্যোগ নিয়ে কেন্দ্রের হুঁশিয়ারি রাজ্য আমলেই নেয় না।”

সব মিলিয়ে তাঁর বক্তব্য, “প্রাকৃতিক দুর্যোগ আটকানো না গেলেও, প্রস্তুতি থাকলে এই দুরবস্থা এড়ানো যেত। কলকাতার বন্যা আসলে মানুষের তৈরি দুর্যোগ।” সুকান্ত মজুমদারের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। শাসকদল তৃণমূলের তরফে কী পাল্টা প্রতিক্রিয়া আসে, সেদিকেই এখন নজর সকলের।

Read more!
Advertisement
Advertisement