Advertisement

Shamik Bhattacharya Attacks WB State: 'দক্ষিণবঙ্গের কিছু মানুষ, কিছু নেতা, আর কিছু দালাল উত্তরবঙ্গে যান শুধু লুটপাট করতে' অভিযোগ শমীক ভট্টাচার্যর

Shamik Bhattacharya Attacs WB State: তিনি সরাসরি পাথর মাফিয়াদের দিকেও আঙুল তোলেন। তাঁর কথায়, “নদী থেকে অবৈধভাবে পাথর ও বালি তোলা, জঙ্গল কেটে ফেলা। এসবের ফলেই আজকের এই প্রাকৃতিক বিপর্যয়। এই বিপর্যয় প্রকৃতির রোষ হলেও এর পিছনে মানুষের লোভ কাজ করেছে। যারা এসব ঘটিয়েছে, তাঁরাই মূল দোষী।” 

'দক্ষিণবঙ্গের কিছু মানুষ, কিছু নেতা, আর কিছু দালাল উত্তরবঙ্গে যান শুধু লুটপাট করতে' অভিযোগ শমীক ভট্টাচার্যর'দক্ষিণবঙ্গের কিছু মানুষ, কিছু নেতা, আর কিছু দালাল উত্তরবঙ্গে যান শুধু লুটপাট করতে' অভিযোগ শমীক ভট্টাচার্যর
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 06 Oct 2025,
  • अपडेटेड 2:04 PM IST

Shamik Bhattacharya Attacks WB State: প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের উপদ্রুত এলাকাগুলি পরিদর্শনে গেলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দরে নেমে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। উত্তরবঙ্গকে ব্যবহার করেছে রাজ্য, কিন্তু কখনওই পাশে দাঁড়ায় না বলে অভিযোগ করেন।

তিনি সরাসরি পাথর মাফিয়াদের দিকেও আঙুল তোলেন। তাঁর কথায়, “নদী থেকে অবৈধভাবে পাথর ও বালি তোলা, জঙ্গল কেটে ফেলা। এসবের ফলেই আজকের এই প্রাকৃতিক বিপর্যয়। এই বিপর্যয় প্রকৃতির রোষ হলেও এর পিছনে মানুষের লোভ কাজ করেছে। যারা এসব ঘটিয়েছে, তাঁরাই মূল দোষী।” 

শমীকের অভিযোগ, “উত্তরবঙ্গকে বারবার ব্যবহার করা হয়েছে, অথচ প্রয়োজনের সময় পাশে দাঁড়ায় না রাজ্য। কলকাতায় কার্নিভালের নামে কোটি কোটি টাকা ওড়ে, আর উত্তরবঙ্গ হাহাকার করে প্রাকৃতিক দুর্যোগে।” তাঁর আরও অভিযোগ, “দক্ষিণবঙ্গের কিছু মানুষ, কিছু নেতা, আর কিছু দালাল উত্তরবঙ্গে যান শুধু লুটপাট করতে। ডুয়ার্স অঞ্চলে বহু নেতা ও আমলার নামে জমি রেজিস্ট্রি হয়েছে। এসব খতিয়ে দেখা দরকার।”

আরও পড়ুন

বাগডোগরা বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, “রাজ্যের তরফে তৎপরতার অভাব রয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার সব সময় নজর রাখছে। প্রধানমন্ত্রী নিজেই উত্তরবঙ্গের খোঁজ নিয়েছেন। বিজেপি ও কেন্দ্র অসহায় মানুষের পাশে আছে।” তিনি আশ্বাস দেন, কেন্দ্রীয় সাহায্য যতটা সম্ভব আনা হবে এবং উত্তরবঙ্গের মানুষের পাশে থাকার সব রকম চেষ্টা করা হবে।

 

Read more!
Advertisement
Advertisement