Advertisement

Bus Truck Accident Dooars: বাস-ট্রাক মুখোমুখি ধাক্কা ডুয়ার্সে, জখম অন্তত ১০

Bus Truck Accident Dooars: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রবিবার সকালে ওই পণ্যবাহী গাড়িটি সবজি বোঝাই করে নিয়ে ডুয়ার্সের পাহাড় লাগোয়া সামসিং থেকে মেটেলির দিকে আসছিল। সেই সময় মূর্তি চা বাগান সংলগ্ন এলাকায় উলটো দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পণ্যবাহী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।

বাস-ট্রাক মুখোমুখি ধাক্কা ডুয়ার্সে, জখম অন্তত ১০
Aajtak Bangla
  • জলপাইগুড়ি,
  • 24 Nov 2024,
  • अपडेटेड 4:15 PM IST

Bus Truck Accident Dooars: বাস ও পণ্যবাহী ছোট গাড়ির সংঘর্ষে আহত হলেন কমপক্ষে ১০ জন। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মেটেলি-সামসিং রাজ্য সড়কের মূর্তি চা বাগান এলাকায়। ঘটনায় এলাকায় তীব্র যানজট তৈরি হয়। যা দীর্ঘক্ষণ ধরে সড়কে যান চলাচল স্তব্ধ করে দেয়। বাসটিকে ক্রেনের সাহায্যে উঠিয়ে নিয়ে যায় পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রবিবার সকালে ওই পণ্যবাহী গাড়িটি সবজি বোঝাই করে নিয়ে ডুয়ার্সের পাহাড় লাগোয়া সামসিং থেকে মেটেলির দিকে আসছিল। সেই সময় মূর্তি চা বাগান সংলগ্ন এলাকায় উলটো দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পণ্যবাহী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়িই জোরে থাকায় নিয়ন্ত্রণ হারায়।

যার জেরে সবজিবোঝাই গাড়িটি সড়কের ধারে উলটে যায়। বাসটি উল্টে না গেলেও প্রবল ধাক্কায় জখম হন অনেকে। খবর চাউর হতেই এলাকায় বহু মানুষের ভিড় হয়। স্থানীয় লোকেরাই প্রথমে উদ্ধারের কাজে হাত লাগায়। আহতদের উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে কয়েকজনকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। দুর্ঘটনার জেরে ওই এলাকায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

ওই এলাকায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। তাই যান নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এর আগে একাধিক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাই প্রশাসনের কাছে তাঁদের দাবি, গোটা রোডটাই ওয়ান ওয়ে করে দেওয়ার দাবি উঠেছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement