Advertisement

Businessman Hacked And Robbed: ব্যবসায়ীকে এলোপাথাড়ি কুপিয়ে ৫ লক্ষ টাকা ছিনতাই, ডুয়ার্সের চালসায় আতঙ্ক

Businessman Hacked And Robbed: ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির চালসা এলাকার বাতাবাড়িতে। চন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় এক যুবকের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে প্রায় ৫ লক্ষ টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা।

ব্যবসায়ীকে এলোপাথাড়ি কুপিয়ে ৫ লক্ষ টাকা ছিনতাই, ডুয়ার্সের চালসায় আতঙ্কব্যবসায়ীকে এলোপাথাড়ি কুপিয়ে ৫ লক্ষ টাকা ছিনতাই, ডুয়ার্সের চালসায় আতঙ্ক
Aajtak Bangla
  • বাতাবাড়ি,
  • 14 Jul 2025,
  • अपडेटेड 4:02 PM IST

Businessman Hacked And Robbed: রাতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ দুষ্কৃতিদের। সিনেমার কায়দায় আগে থেকে ওঁত পেতে থেকে তাঁকে আটকায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালায়। এভাবে ছিনতাইয়ের ঘটনা আগে এখানে কখনও ঘটেনি। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে এই ঘটনার খবর পেয়ে মঙ্গলবাড়ি গ্রামীন হাসপাতালে যান মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হাবিবুল হাসান, মেটেলি থানার আইসি মিংমা লেপচা সহ পুলিশ কর্মীরা। বহু মানুষও ছুটে যান হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের পাকড়াও করতে তৎপরতা শুরু করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির চালসা এলাকার বাতাবাড়িতে। চন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় এক যুবকের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে প্রায় ৫ লক্ষ টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম রসূল হক। তিনি পেশায় একজন ব্যবসায়ী। প্রতিদিনের মতোই এদিনও ব্যবসার কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু চন্দ্রমোহন উচ্চ বিদ্যালয় ও দরবেশ এলাকার মধ্যবর্তী একটি ফাঁকা জায়গায় ওঁত পেতে থাকা চার দুষ্কৃতী আচমকা রসূলের উপর হামলা চালায়।

আরও পড়ুন

এলোপাথারি ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর করে তাঁর সঙ্গে থাকা প্রায় ৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা।রাস্তায় লুটিয়ে পড়েন রসূল। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে নিয়ে যায় চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে পরিবারের লোকেরা চিকিৎসার জন্য নিয়ে যায় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন জখম যুবক।

 

Read more!
Advertisement
Advertisement