Advertisement

Malda News: পুজোর মুখে উধাও ডেকোরেটর, মাথায় হাত মালদহের পাঁচ পুজো কমিটির

Malda News: যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা শহরের একটি হোটেলে উঠেছিলেন। ক্লাব কর্তারা সেখানে গিয়ে জানতে পারেন, তাঁরা হোটেল ছেড়ে চলে গিয়েছেন। ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না, মোবাইল বন্ধ। ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

পুজোর মুখে উধাও ডেকোরেটর, মাথায় হাত মালদহের পাঁচ পুজো কমিটিরপুজোর মুখে উধাও ডেকোরেটর, মাথায় হাত মালদহের পাঁচ পুজো কমিটির
Aajtak Bangla
  • মালদা,
  • 14 Sep 2025,
  • अपडेटेड 2:30 AM IST

পুজোর আর হাতে গোনা ক’দিন বাকি। তার মধ্যেই বড় ধাক্কা খেল মালদা শহরের পাঁচটি বিগ বাজেটের পুজো কমিটি। অভিযোগ, প্রায় ২০ লক্ষ টাকার বায়না নিয়ে রাতারাতি উধাও হয়ে গেল কলকাতার বেহালার একটি ডেকোরেটর সংস্থা। থিম পুজোর কাজ সম্পূর্ণ হওয়ার আগেই গা-ঢাকা দিয়েছেন ডেকোরেটর সংস্থার কর্ণধার সুদীপ্ত পাল ও তাঁর কর্মীরা।

যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা শহরের একটি হোটেলে উঠেছিলেন। ক্লাব কর্তারা সেখানে গিয়ে জানতে পারেন, তাঁরা হোটেল ছেড়ে চলে গিয়েছেন। ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না, মোবাইল বন্ধ। ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

এই ঘটনায় ইংরেজবাজারের পাঁচটি নামী পুজো কমিটি। বালুচর কল্যাণ সমিতি, দিলীপ স্মৃতি সংঘ, কৃষ্ণপল্লী কল্যাণ সমিতি, বেলতলা ক্লাব ও হিমালয় সংঘ কার্যত বিপাকে পড়েছে। বছরভর অপেক্ষার পরে পুজোর থিমে দর্শকদের চমক দিতে চেয়েছিলেন উদ্যোক্তারা। কিন্তু এখন সেই থিমই পড়ে রয়েছে অসম্পূর্ণ অবস্থায়।

আরও পড়ুন

ডেকোরেটর সংস্থার বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ক্লাবগুলি। পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। কীভাবে শেষ মুহূর্তে থিমের কাজ সম্পূর্ণ করা হবে, সেই নিয়েও চিন্তায় ক্লাব কর্তারা।

পুজোর ঠিক আগে এমন প্রতারণায় হতবাক মালদাবাসীও। প্যান্ডেল পড়ে আছে অর্ধসমাপ্ত, থিমের খামতি পূরণ হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে জেলাজুড়ে।

 

 

Read more!
Advertisement
Advertisement