Advertisement

Tourist Car Accident: পাহাড়ে খাদে পড়ল পর্যটকবোঝাই গাড়ি, মৃত ২; জখম ৫

Tourist Car Accident: গাড়িটি সুখিয়াপোখরি থেকে শিলিগুড়ির দিকে আসছিল বলে জানা গিয়েছে। গাড়িটি একটি বাঁক ঘুরতে গিয়ে সম্ভবত নিয়ন্ত্রণ হারায়। সেখানে খাদ প্রায় একশো ফুট গভীর। গাড়িটে রাস্তা থেকে সরাসরি নীচে পড়ে যায়।

পাহাড়ে খাদে পড়ল পর্যটবোঝাই গাড়ি, মৃত ২ জখম একাধিকপাহাড়ে খাদে পড়ল পর্যটবোঝাই গাড়ি, মৃত ২ জখম একাধিক
Aajtak Bangla
  • দার্জিলিং,
  • 22 Mar 2025,
  • अपडेटेड 2:08 PM IST

Tourist Car Accident: শনিবারে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্য়ু হল দুই পর্যটকের। দার্জিলিং ঘুরতে যাওয়ার পথে খাদে পড়ল গাড়ি। ঘটনায় তৎক্ষণাৎ এলাকায় ভিড় জমে যায়। গাড়ি তুলতে গলদঘর্ম হতে হয়। গাড়ির দরজা ভেঙে যাত্রীদের বের করে আনা হয়েছে। সম্ভবত ২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন গাড়িতে থাকা অন্যরাও। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার রাস্তায় গয়াবাড়িতে দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি সুখিয়াপোখরি থেকে শিলিগুড়ির দিকে আসছিল বলে জানা গিয়েছে। গাড়িটি একটি বাঁক ঘুরতে গিয়ে সম্ভবত নিয়ন্ত্রণ হারায়। সেখানে খাদ প্রায় একশো ফুট গভীর। গাড়িটে রাস্তা থেকে সরাসরি নীচে পড়ে যায়।

গাড়ির যাত্রীদের তুলতে গেলে ঘটনাস্থলেই দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাকিরা জখম রয়েছেন। কয়েকজন আহত হন। দুর্ঘটনার সময় গাড়িটিতে ১১ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। খাদে পড়ে  ঘটনাস্থলেই মৃত্যু হয় তার্কে লামা নামে এক যাত্রীর। তিনি সিলোনা এলাকার বাসিন্দা। গুরুতর জখম হন গণপত প্রসাদ, ইসলামুদ্দিন আনসারি, নাংকা আলম, রাজু ছেত্রী সহ আরও দুই যাত্রী। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় আরও এক যাত্রীর।

আরও পড়ুন


 

Read more!
Advertisement
Advertisement