Advertisement

Sittong Tourist Car Accident: সিটংয়ে ঘুরতে গিয়ে খাদে পড়ল পর্যটকবাহী গাড়ি, জখম ৫

Sittong Tourist Car Accident: এদিন সকালে আলিপুরদুয়ারের ৫ পর্যটক সিটং যাচ্ছিলেন। সেই সময় সিটং-এর কাছে কারমাত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নীচে পড়ে যায়। দুর্ঘটনার পরই উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা ও সেবক ফাঁড়ির পুলিশ।

সিটংয়ে ঘুরতে গিয়ে খাদে পড়ল পর্যটকবাহী গাড়ি, জখম ৫সিটংয়ে ঘুরতে গিয়ে খাদে পড়ল পর্যটকবাহী গাড়ি, জখম ৫
Aajtak Bangla
  • সিটং,
  • 17 Jan 2025,
  • अपडेटेड 8:44 PM IST

Sittong Tourist Car Accident: দার্জিলিংয়ের সিটংয়ে ঘুরতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল পর্যটক বোঝাই একটি ছোট গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়িতে থাকা ৫ জন। তবে কমবেশি সবাই জখম হয়েছেন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় এক মহিলাকে চিকিৎসার জন্য শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, এদিন সকালে আলিপুরদুয়ারের ৫ পর্যটক সিটং যাচ্ছিলেন। সেই সময় সিটং-এর কাছে কারমাত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নীচে পড়ে যায়। দুর্ঘটনার পরই উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা ও সেবক ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় কমবেশি আহত হয় প্রত্যেকেই। আহতদের মধ্যে অলোকা নামে এক মহিলা পর্যটকের অবস্থা সংকটজনক হওয়ায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে শিলিগুড়িতে।

এর আগেও ২ বছর আগে একই জায়গায় ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে কলকাতার একদল পর্যটক। দার্জিলিং জেলার সিটংয়ে পর্যটক বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল ১০০ ফুট গভীর খাদে। ওই গাড়িতে সব কলকাতার পর্যটকরা ছিল।

আরও পড়ুন

সিটং হিমালয় পাহাড়ে কোলে অবস্থিত অফবিট একটা জায়গা। সেখানেই ঘুরতে গিয়েছিলেন ওই পর্যটকরা। ওই গাড়িটিতে চালকসহ মোট সাতজন ছিলেন বলে জানা গিয়েছে। এদিনও ঠিক একই জায়গা থেকে খানিকটা দূরে বাঁক ঘুরতে গিয়ে অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারায় বলে মনে করা হচ্ছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

 

Read more!
Advertisement
Advertisement