Malda Shootout: শৌচালয় নির্মাণ ঘিরে বিবাদের জেরে চলল গুলি। রবিবার ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরের পশ্চিম বেলশুর গ্রামে। গুলি লেগে জখম হয়েছেন সাইজুল হক (৫২) এবং আব্দুল রহিম (৩২) নামে দুজন। আশঙ্কাজনক অবস্থায় দুজনই হাসপাতালে চিকিৎসাধীন। গুলি চালানোর অভিযোগ উঠেছে দুই প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী।
জানা গিয়েছে, সাইজুল হকদের জমিতে শৌচালয় নির্মাণ নিয়ে অভিযুক্ত প্রতিবেশীদের সঙ্গে বিবাদ বাধে। এর জেরেই অভিযুক্তরা সাইজুলদের ওপর হামলা করে বলে অভিযোগ। এদিকে, ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। গোটা ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
এর আগে ডিসেম্বরের শেষ সপ্তাহে মালদার জালালপুর এলাকা বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে। এলাকাবাসী বেরিয়ে এসে দেখেন মুহুর্মূহু বোমা পড়ছে। অনেকেই আতঙ্কে ফের ঘরের মধ্যে সেঁধিয়ে যান। বোমার আঘাতে একজন নাবালক ও দুই মহিলা সহ মোট ৭ জন জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে।
তারও কয়েকদিন আগে ভরদুপুরে প্রকাশ্য রাস্তায় শুটআউট হয়। স্থানীয় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। আচমকা এভাবে রাস্তায় গুলি চালনার ঘটনায় আতঙ্ক ছড়ায়। এই মামলাগুলিতে এখনও তদন্ত চলছে। পরপর ঘটনায় আতঙ্ক এলাকায়।