Advertisement

CM Mamata Banerjee On Nepal Unrest: 'শান্তি না ফেরা পর্যন্ত আছি...', নেপাল উদ্বেগের মধ্যেই উত্তরবঙ্গকে আশ্বাস মুখ্যমন্ত্রীর

জেন জির আন্দোলনে উত্তাল নেপাল। জনতার দাবি মেনে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। তবে এখনও জ্বলছে প্রতিবেশী দেশটি। এই পরিস্থিতিতে নেপালে আটকে পড়া বাংলার পর্যটকদের অভয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। দু’-এক দিনের মধ্যে সকলকেই রাজ্য ফিরিয়ে আনবে। তাড়াহুড়ো করে যেন কেউ নিজের বিপদ না ডেকে আনেন। উত্তরবঙ্গে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বললেন,'অনেক পর্যটকরা গিয়েছেন নেপালে। আপনারা অপেক্ষা করুন। আস্তে-আস্তে ফিরিয়ে আনব।'

 আশ্বাসবাণী  মুখ্যমন্ত্রীর আশ্বাসবাণী মুখ্যমন্ত্রীর
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 10 Sep 2025,
  • अपडेटेड 5:22 PM IST

জেন জির আন্দোলনে উত্তাল নেপাল।  জনতার দাবি মেনে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। তবে এখনও জ্বলছে প্রতিবেশী দেশটি। এই পরিস্থিতিতে নেপালে আটকে পড়া বাংলার পর্যটকদের অভয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়।  দু’-এক দিনের মধ্যে সকলকেই রাজ্য ফিরিয়ে আনবে। তাড়াহুড়ো করে যেন কেউ নিজের বিপদ না ডেকে আনেন।  উত্তরবঙ্গে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।  বললেন,'অনেক পর্যটকরা গিয়েছেন নেপালে। আপনারা অপেক্ষা করুন। আস্তে-আস্তে ফিরিয়ে আনব।'

প্রসঙ্গত মঙ্গলবারই উত্তরবঙ্গে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সারারাত উত্তরকন্যাতেই ছিলেন তিনি। মঙ্গলবার রাত প্রায় ১২টা উত্তরকন্যার গেস্ট রুম ‘কন্যাশ্রী’ থেকে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোজা চলে যান মিনি সচিবালয়ে নিজের কক্ষে। মোবাইলে ও ল্যান্ডলাইনে একের পর এক ফোন করেন। সারা রাত ধরে নেপাল এবং রাজ্যের নিরাপত্তা নিয়ে নানা নির্দেশ দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই এসএসবি (SSB) আধিকারিকদের সঙ্গে সীমান্ত-নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন রাজ্য পুলিশের আধিকারিকেরা। মঙ্গলবার রাতে ইন্দো-নেপাল সীমান্তে এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের কমান্ডান্ট যোগেশকুমার সিংহের সঙ্গে সীমান্ত-নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে বসেছিলেন উত্তরবঙ্গে আইজি রাজেশকুমার যাদব, দার্জিলিঙের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে নেপাল পরিস্থিতি নিয়ে অনেকের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ রেঞ্জের পুলিশের উচ্চপদস্থ কর্তা, শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের কর্তাদের আলোচনা করেছেন তিনি।

দার্জিলিং জেলার বিস্তীর্ণ অংশে ভারত-নেপাল সীমান্ত রয়েছে। তাই এসএসবি এবং পুলিশকে বাড়তি নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকদের বলেন, আজ মুখ্যসচিব কলকাতায় ফিরে আসছেন। তবে তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) এদিন শিলিগুড়িতেই আছেন। কাল পরিস্থিতি ঠিক হলে ফিরতে পারেন। নাহলে শান্তি ফেরা না পর্যন্ত থেকে যেতে পারেন। সেইসঙ্গে জানিয়ে দেন, অশান্তি একটু থিতিয়ে এলেই ফেরানো হবে আটকে পড়া পর্যটকদের।

মমতা বলেন, ‘আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। পর্যটক যাঁরা গিয়েছেন, এ টুকু বলব, আমরাও রাজ্য সরকার থেকে বিষয়টি দেখছি। এক, দু’দিন অপেক্ষা করুন। ধীরে ধীরে আপনাদের ফিরিয়ে আনব। চিন্তা করবেন না, তাড়াহুড়ো করতে গিয়ে কোনও বিপদের মধ্যে পড়বেন না।’  এ দিন উত্তরকন্যায় প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রীর। সেখান থেকে তিনি বলেন, 'যেই শুনেছি নেপালে প্রবলেম চলছে অমনি আমি চলে এসেছি। নজর রাখছি।' 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement