নেতাজি জয়ন্তীতে এবার উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আলিপুরদুয়ারে নেতাজি জয়ন্তী পালন করলেন তিনি। আর সেখান থেকেই চক্রান্তের কথা বললেন মুখ্যমন্ত্রী। সেই চক্রান্তের শিকার হয়েছেন খোদ নেতাজি। মুখ্যমন্ত্রীর কথায়, "নেতাজি বড় চক্রান্তের শিকার! দুঃখ হয়, আমাদের জন্য এত লড়াই করলেন, কীভাবে তাঁর মৃত্যু হল আজও আমরা জানতে পারলাম না।"
এদিন কালচিনিতে নেতাজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানান মমতা। শাঁখ, সাইরেন বাজিয়ে সুভাষচন্দ্র বসুকে স্মরণ করেন তিনি। এরপরেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,' নেতাজির তৈরি যোজনা কমিশন তুলে দেওয়া হয়েছে। নেতাজি চক্রান্তের শিকার।' জানান, রাজ্যের কাছে থাকা এই সংক্রান্ত ৬৪ টি ফাইল প্রকাশ করা হয়েছে। কেন্দ্র কেন গোপন ফাইল প্রকাশ্যে আনছে না, সেই প্রশ্নও তুললেন।
মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নেতাজির অন্তর্ধানের ৬৪টা ফাইল রাজ্যের কাছে ছিল। সেটা আমি পাবলিককে দেখার জন্য দিয়েছি। কেন্দ্রকে নাম না করে দুষে মুখ্যমন্ত্রী বলেন, "নেতাজিকে যাতে সারা দেশ শ্রদ্ধা জানাতে পারে এবং দেশনায়ক দিবস হিসেবে পালন করতে পারেন সেজন্য কেন্দ্রের উচিত নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করা। অথচ আজও ওরা তা করেনি, তবে আমরা রাজ্যের তরফে নেতাজির জন্মদিনে সরকারি ছুটির ব্যবস্থা করেছি।" মুখ্যমন্ত্রীর কথায়, 'নেতাজি দেশপ্রেম, সাহস, নেতৃত্ব, ঐক্য এবং ভ্রাতৃত্বের প্রতীক। নেতাজি সব প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। তাই নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করা উচিত।"
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নেতাজি বলতেন সব ধর্মকে নিয়ে চলতে হবে। কীভাবে তাঁর মৃত্যু হল, কবে? আমরা জানি না মৃত্যুদিন? চক্রান্তের বড় শিকার নেতাজি? দুঃখ হয়, কত লড়াই করেছেন, কোথাও হারিয়ে গেলেন, আর খুঁজে পেলাম না।'