Tmc Leader Murdered: দিনে দুপুরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তৃণমূলি পঞ্চায়েত প্রধানকে খুন করে দুষ্কৃতীরা। বুধবার ভর দুপুরে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত প্রধানের নাম মহম্মদ রাহি। একটি কালো গাড়িতে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য় ছড়ায়। নানা রকম জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সন্দেহের ভিত্তিতে একজনকে গ্রেফতার করল পুলিশ।
জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ রাহিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুনের ঘটনায় ওই গ্রাম পঞ্চায়েতেরই কংগ্রেসের সদস্য মুস্তাফা। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিকচন্দ্র মণ্ডল। শুক্রবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও কংগ্রেসের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিন আদালত চত্বরে নিজেকে নির্দোষ বলেও দাবি করেন মুস্তাফা।
গত বুধবার দুপুরে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মহম্মদ রাহিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। জখম অবস্থায় তাঁকে প্রথমে কিশনগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়িতে রেফার করা হয়। তবে শিলিগুড়ি নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে পাঞ্জিপাড়া বাজার দিয়ে যাচ্ছিলেন পঞ্চায়েত প্রধান রাহি। তখন একটা কালো গাড়ি তাঁর খুব কাছে এসে দাঁড়ায়। গাড়ি থেকে পর পর কয়েক রাউন্ড চালায় দুষ্কৃতীরা। এরপর বিহারের দিকে পালিয়ে যায় গাড়িটি।স্থানীয়রা প্রধানকে উদ্ধার করে কিশানগঞ্জ হাসপাতালে নিয়ে যান। পরিস্থিতির অবনতি হলে সেখান থেকে তাঁকে নিয়ে শিলিগুড়ি রওনা দেন পরিজনরা। পথেই মৃত্যু হয় রাহির।