
রাগের মাথায় নিজের ১১ মাসের দুধের শিশুকে মাটিতে আছাড় মারার অভিযোগ উঠল এক মায়ের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলার কোচবিহার-১ ব্লকের হাড়িভাঙা গ্রাম পঞ্চায়েতের দয়ালের ছড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম মিতালী দাস। তাঁর স্বামী তাপস বর্মন কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন। পরিবার সূত্রে দাবি, মিতালী দাস মাঝেমধ্যেই প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তেন। বৃহস্পতিবার রাতেও কোনও এক কারণে তিনি প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েন। অভিযোগ, সেই সময়ই রাগের বশে নিজের দুধের শিশুকে মাটিতে আছাড় মারেন তিনি।
ঘটনার পরপরই আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে প্রথমে দেওয়ানহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দ্রুত কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শুক্রবার সকালে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
এদিন ময়নাতদন্তের পর শিশুটির দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানের এমন পরিণতিতে হতবাক পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
হাড়িভাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপঙ্কর বর্মন জানিয়েছেন, অভিযুক্ত মহিলা মানসিকভাবে অসুস্থ হতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তাঁর মানসিক অবস্থার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় মুখোপাধ্যায় জানান, হাসপাতাল থেকেই প্রথমে ১১ মাসের শিশুর মৃত্যুর খবর আসে। এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। প্রাথমিক তদন্তে অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে।