Advertisement

Sitalkuchi Girls Students Beaten: শীতলকুচিতে দুই ছাত্রীকে সাইকেলের চেন দিয়ে মেরে পালাল এক দুষ্কৃতী

ঘটনাটি জানাজানি হতেই অভিভাবক ও স্থানীয়রা খোঁজ শুরু করে অভিযুক্তর। আক্রারহাট বাজারে একটি দোকানের সিসি ক্যামেরায় অভিযুক্তকে প্রাথমিকভাবে শনাক্ত করা গিয়েছে। অভিযুক্তর বাড়ি ওই ব্লকেরই একটি গ্রামে। এলাকায় ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

শীতলকুচিতে দুই ছাত্রীকে সাইকেলের চেন দিয়ে মেরে পালাল এক দুষ্কৃতী। প্রতীকী ছবিশীতলকুচিতে দুই ছাত্রীকে সাইকেলের চেন দিয়ে মেরে পালাল এক দুষ্কৃতী। প্রতীকী ছবি
Aajtak Bangla
  • শীতলকুচি,
  • 03 Aug 2025,
  • अपडेटेड 1:34 AM IST

শুক্রবার সকালে ফের ছাত্রী হেনস্থার ঘটনায় উদ্বিগ্ন শীতলকুচির বাসিন্দারা। এবার হেনস্তার শিকার হল বড় গদাইখোঁড়া ভিএম হাইস্কুলের দুই ছাত্রী। আক্রারহাট পঞ্চারহাট সড়কে দুই ছাত্রীকে সাইকেলের চেন দিয়ে মেরে পালিয়ে গেল এক তরুণ বলে অভিযোগ। ঘটনাটি জানাজানি হতেই অভিভাবক ও স্থানীয়রা খোঁজ শুরু করে অভিযুক্তর। আক্রারহাট বাজারে একটি দোকানের সিসি ক্যামেরায় অভিযুক্তকে প্রাথমিকভাবে শনাক্ত করা গিয়েছে। অভিযুক্তর বাড়ি ওই ব্লকেরই একটি গ্রামে। এলাকায় ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূ্ত্রে জানা গিয়েছে, দুই ছাত্রী ওই এলাকায় টিউশনে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথেই তরুণ তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। তবে অভিযুক্ত তরুণকে চিনতে পারেনি দুই ছাত্রী। বাড়িতে ফিরে গিয়ে অভিভাবকদের বিষয়টি জানায় তারা। ছাত্রীদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ছাত্রীরা জানিয়েছে, লাল রঙের একটি বাইকে চেপে এসেছিল অভিযুক্ত তরুণ।

এক ছাত্রীর অভিভাবক জানান, তাঁরা মৌখিকভাবে পুলিশে বিষয়টি জানিয়েছেন। লিখিত অভিযোগ থানায় জানাবেন। ইতিমধ্যে শীতলকুচি থানার পুলিশ অভিযুক্তর বাড়িতে গিয়েছিল। অভিযুক্ত তরুণ পালিয়ে গিয়েছে। পুলিশ অভিযুক্ত তরুণের বাবাকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন। 
 

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement