বালুরঘাট মহিলা কলেজে বিএ ফার্স্ট সেমিস্টারে ফেল করা ছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতানোর অভিযোগ উঠল। আর এই ঘটনায় গ্রেফতার হয়েছে পেশায় এক টোটো চালক। ধৃতের নাম জুলিয়াস মোল্লা(৩০)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের শংকর এলাকায়। ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সোমবার, ১৩ অক্টোবর দুপুরে এনিয়ে বালুরঘাটে সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ। সঙ্গে ছিলেন সাইবার ক্রাইম থানার আইসি সৌরভ ঘোষ। প্রতারণা চক্রে আরও কেউ যুক্ত রয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। পুরো ঘটনা খতিয়ে দেখছে সাইবার ক্রাইম থানার পুলিশ।
জানা গিয়েছে,মাস দুয়েক আগে বালুরঘাট গার্লস কলেজের ফার্স্ট সেমিস্টারের প্রায় ৫০ জন ছাত্রী এই প্রতারণার শিকার হয়েছিলেন। বিষয়টি জানতে পেরেই বালুরঘাট মহিলা কলেজের ছাত্রীরা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের তদন্ত নেমে সাইবার ক্রাইম থানার পুলিশ গঙ্গারামপুর থানার অশোকগ্রাম পঞ্চায়েত শংকর এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে।
ধৃত যুবক পেশায় টোটো চালক। আগে গোয়াতে থাকত। বছর দুয়েক আগে বাড়ি এসেছে। বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। তার কাছ থেকে দুটো মোবাইল ও চারটি সিম কার্ড উদ্ধার হয়েছে। অভিযোগ, ধৃত যুবক বিভিন্ন ছাত্রছাত্রীর কাছ থেকে নম্বর বাড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা তুলত।
রিপোর্টারঃ মৃদুল হোড়