Advertisement

 South Dinajpur Witchcraft Case: তপনে ডাইনি সন্দেহে মারধর, শ্লীলতাহানির অভিযোগ; ১৪ জনের বিরুদ্ধে দায়ের

 South Dinajpur Witchcraft Case: ঘটনার সূত্রপাত ৭ সেপ্টেম্বর। মনসাপুজোর অনুষ্ঠানে গ্রামের এক ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন ওই বিধবা মহিলা। তার পরদিন গ্রামের বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এরপরই গুজব রটে, পুজোয় ওই মহিলা হাজির হওয়ায় গ্রামের ওপর “অশুভ ছায়া” নেমেছে। কুসংস্কারের বশবর্তী হয়ে তাঁকে ডাইনি অপবাদ দিতে শুরু করে গ্রামবাসীর একাংশ।

Aajtak Bangla
  • বালুরঘাট,
  • 09 Nov 2025,
  • अपडेटेड 7:20 PM IST

South Dinajpur Witchcraft Case: দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের করদহের দিঘিপাড়া। সেখানেই এক বিধবা আদিবাসী মহিলাকে ‘ডাইনি’ অপবাদ দিয়ে লাগাতার মারধর, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত মহিলা পুলিশের দ্বারস্থ হয়েছেন। তিনি মোট ১৪ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে, এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ঘটনার সূত্রপাত ৭ সেপ্টেম্বর। মনসাপুজোর অনুষ্ঠানে গ্রামের এক ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন ওই বিধবা মহিলা। তার পরদিন গ্রামের বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এরপরই গুজব রটে, পুজোয় ওই মহিলা হাজির হওয়ায় গ্রামের ওপর “অশুভ ছায়া” নেমেছে। কুসংস্কারের বশবর্তী হয়ে তাঁকে ডাইনি অপবাদ দিতে শুরু করে গ্রামবাসীর একাংশ।

পরিস্থিতি হাতের বাইরে চলে যায় ৯ সেপ্টেম্বর সকালে। সেই দিন গ্রামে ডাকা হয় সালিশি সভা। অভিযোগ, সেখানে ওই মহিলা ও তাঁর ভাগ্নিকে কয়েকজন বেধড়ক মারধর করে। লাঠি, কঞ্চি দিয়ে প্রহার তো বটেই, তাঁদের জামাকাপড় ছিঁড়ে শ্লীলতাহানিও করা হয়। এমনকি হাঁসুয়া দিয়ে খুন করার চেষ্টার অভিযোগও উঠেছে।

আরও পড়ুন

ভুক্তভোগীরা এরপর থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু সন্ত্রাস থামেনি। শুক্রবার বালুরঘাট আদালতে মামলা করতে গেলে অভিযুক্তরা ফের তাঁকে ঘিরে ধরে মামলা তুলে নিতে বলেন। অস্বীকার করায় ফের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। শনিবার সরাসরি তাঁর বাড়িতে চড়াও হয়ে গ্রামছাড়া করার ভয় দেখানো হয়।

আক্রান্ত মহিলার এক আত্মীয়া বলেন, “বারবার ডাইনি অপবাদ দিচ্ছে। দিদি মানসিকভাবে ভেঙে পড়েছে। আমরাও ভয়ে দিন কাটাচ্ছি।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৪ জন অভিযুক্তের মধ্যে কয়েকজন মহিলা রয়েছেন। প্রধান অভিযুক্ত মাইকেল টুডু অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। কে মারধর করেছে, আমি জানি না।”

আক্রান্ত মহিলার বাপেরবাড়ি দিঘিপাড়াতেই। স্বামী মারা যাওয়ার পর থেকে সেখানেই তিনি থাকছেন। তাঁর পরিবারের আরেক সদস্যকেও কয়েক বছর আগে একইভাবে ‘ডাইনি’ বলে অপবাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement