লাগাতার ভারী বৃষ্টির জের। উত্তরবঙ্গের বিস্তির্ণ এলাকা পড়েছে ধসের কবলে। মোটের উপর শিলিগুড়ির সঙ্গে বিচ্ছিন্ন হয়েছে পাহাড়ের যোগাযোগ।
ধসের জেরে হয়েছে মৃত্যু
অতি বৃষ্টিতে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক। সেখানে ব্রিজ ভেঙে কমপক্ষে ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। জানা গিয়েছে, দার্জিলিং জেলার দুধিয়া সেতুটি মিরিক এবং সংলগ্ন এলাকাকে শিলিগুড়ি ও কার্শিয়াঙের সঙ্গে যুক্ত করে। এই ব্রিজ ভেঙে পড়ায় মিরিকের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
কার্যত বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক
১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় নেমেছে ধস। ফলে মোটের উপর শিলিগুড়ির সঙ্গে সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে খবর।
প্রসঙ্গত, নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি হচ্ছে সিকিমেও। সেখানেও একাধিক এলাকায় ধস নেমেছে। যার ফলে সেখানকার প্রশাসনও পর্যটকদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে।
দার্জিলিংয়ে সব পর্যটন কেন্দ্র বন্ধ
পুজোর ছুটিতে অনেকেই ঘুরতে গিয়েছেন বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র দার্জিলিং। যদিও একাধিক জায়গায় ধস নামায় সেখানকার রক গার্ডেন, টাইগার হিল সহ জনপ্রিয় সব পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই সময় পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দার্জিলিং ও কালিম্পঙের যোগাযোগ বন্ধ
বৃষ্টিতে একাধিক জায়গায় ধস নেমেছে দার্জিলিং এবং কালম্পিং রোডে। যার ফলে সেই রাস্তা কার্যত বন্ধ করে রাখা হয়েছে প্রশাসনের তরফে। সেই কারণে আপাতত দার্জিলিং ও কালিম্পং একে অপরের থেকে বিচ্ছিন্ন।
ডুয়ার্সের অবস্থাও ভালো নয়
বাংলার পাশাপাশি ভালো বৃষ্টি হয়েছে ভুটানেও। আর তার প্রভাব পড়েছে ডুয়ার্সে। এই মুহূর্তে ফুঁসছে তিস্তা, তোর্সা, জলঢাকার মতো নদীগুলি। ফলে সেখানেও পর্যটকদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
ভেঙেছে সেতু
নিম্নচাপ জেরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হয়েছে কয়েকদিন। যার ফলে বেড়েছে নদীর জল। পাশাপাশি ভেঙেছে একাধিক সেতু। এই যেমন ভেঙে গিয়েছে দুধিয়া সেতু। একটানা বৃষ্টিতে লোহার সেতুর একাংশ ভেঙে গিয়েছে বলে খবর।
আপাতত বৃষ্টি ধরেছে
ভালো খবর হল, দার্জিলিং, সিকিমের পাহাড়ে আপাতত কমেছে বৃষ্টি। তবে এখনও দুর্যোগ পুরোপুরি কাটেনি। বরং আগামী ২৪ ঘণ্টায় ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবার আলিপুরদুয়ারে জারি রয়েছে লাল সতর্কতা।