Advertisement

Rock Garden Close: সুখবর, এবার দার্জিলিঙে খুলে গেল বন্ধ থাকা এই ট্যুরিস্ট স্পট

Rock Garden Close: শরৎ-শীতের মরসুমে দার্জিলিং গেলে রক গার্ডেন না দেখে হয় না। পাহাড়, সবুজের ঢাল, নীচে নেমে আসা জলপ্রপাত আর দূরে কাঞ্চনজঙ্ঘা, সব মিলিয়ে ছোট্ট স্বর্গরাজ্য। কিন্তু আপাতত সেই সৌন্দর্য উপভোগ থেকে কয়েক দিন বিরতি নিতে হবে পর্যটকদের।

রক গার্ডেনরক গার্ডেন
Aajtak Bangla
  • দার্জিলিং,
  • 05 Jan 2026,
  • अपडेटेड 4:26 PM IST

Rock Garden Close: পর্যটকদের কথা মাথায় রেখে  খুলে দেওয়া হল দার্জিলিংয়ের রক গার্ডেন রোড। ফলে রক গার্ডেন ভিজিটে আর কোনও বাধা থাকছে না গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA)-এর পর্যটন দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ডালি থেকে গঙ্গা মায়া পার্ক পর্যন্ত রক গার্ডেন রোডটি প্রয়োজনীয় নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এর আগে ১৫ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার কথা বলা হলেও শেষমেষ তা খুলতে জানুয়ারি হয়ে গিয়েছে।

তবে পুরোপুরি কাজ শেষ না হওয়ায় এই রাস্তায় যান চলাচল হবে নিয়ন্ত্রিতভাবে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত শুধুমাত্র হালকা পর্যটকবাহী গাড়ি ও স্থানীয় যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ভারী যানবাহনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। প্রশাসনের দাবি, নতুন করে সংস্কার করা রাস্তায় যাতে কোনও ক্ষতি না হয় এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই কারণেই এই বিধিনিষেধ। 

পাহাড়ে পর্যটনের মরশুম শুরু হওয়ার মুখে রক গার্ডেন রোড খোলায় খুশি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্তরা। রক গার্ডেন ও সংলগ্ন এলাকাগুলি দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হওয়ায় এই রাস্তাটি খুলে যাওয়ায় পর্যটকদের যাতায়াত অনেকটাই সহজ হবে বলে আশা। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষ ও পর্যটকদের নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে। নিয়ম ভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই নির্দেশ পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে GTA প্রশাসন। বর্তমান পত্রিকার কায়দায় নতুন লেখকের মতো সহজ অনুচ্ছেদে কপি রিরাইট করে নতুন রাইটারের কপির মত করে লিখুন সেই সঙ্গে ইংরেজি ইউআরএল দিন ইংরেজি এবং বাংলা এসইও কিওয়ার্ড ভাইরাল হওয়ার মতো জেনারেট করুন​​

ডিসেম্বরে রাস্তা তৈরির জন্য রক গার্ডেন ১৫ ডিসেম্বর পর্যন্ত সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন। শরৎ-শীতের মরশুমে দার্জিলিং গেলে রক গার্ডেন না দেখে হয় না। পাহাড়, সবুজের ঢাল, নীচে নেমে আসা জলপ্রপাত আর দূরে কাঞ্চনজঙ্ঘা, সব মিলিয়ে ছোট্ট স্বর্গরাজ্য। কিন্তু আপাতত সেই সৌন্দর্য উপভোগ থেকে কয়েক দিন বিরতি নিতে হবে পর্যটকদের।

অক্টোবরে টানা বৃষ্টিতে দার্জিলিংয়ের বিস্তীর্ণ অঞ্চল বিপর্যস্ত হয়। একাধিক জায়গায় ধস নামে, রাস্তাঘাট ডুবে যায় জলস্রোতে। তখনই টাইগার হিল থেকে রক গার্ডেন, বেশিরভাগ পর্যটনকেন্দ্রই নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল। ধীরে ধীরে সব খোলার পরও রক গার্ডেনের সংযোগ রাস্তাটির হাল পুরোপুরি ফেরেনি। অবশেষে আংশিক সংস্কার করার পর তা খুলে দেওয়া হল।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement