Diwali Fire 2025: দীপাবলির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দিনহাটা সাহেবগঞ্জ রোডের নতুন পাড়া এলাকায়। এদিন রাত আটটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। যদিও এই খবর লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। অন্যদিকে মালদার চাঁচলেও তিনটি বাড়ি আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাজারের বাসন বিক্রেতা মনা জোয়ারদারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তাঁর বাড়ির পাশেই একটি গোডাউন রয়েছে। প্রাথমিক অনুমান, ওই গোডাউনে প্রচুর পরিমাণে প্লাস্টিক জাতীয় জিনিস থাকায়, সেখানে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার সঠিক কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। প্রতিবেশীদের একাংশের অনুমান, সম্ভবত বাজির আগুন থেকেই অগ্নি সংযোগের এই ঘটনা ঘটে থাকতে পারে। উল্লেখ্য, এই অগ্নিকাণ্ডের দরুন হতাহতের কোনও ঘটনা না ঘটলেও, বাড়ি ও দোকানের সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে।
অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। সোমবার বিকেল ৩টে নাগাদ চাঁচল-১(Chanchal) ব্লকের অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের খুড়িয়াল গ্রামে ঘটনাটি ঘটেছে। আগুনে সর্বস্ব হারিয়ে তিনটি অসহায় পরিবার এখন খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে, বাজো বেওয়া, ছবি বেওয়া ও মহম্মদ তসলিমুদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও রান্নার উনুন থেকেই আগুন ছড়িয়েছে বলে দমকলের প্রাথমিক অনুমান। আগুনের লেলিহান শিখা এতটাই ছিল যে পরপর তিনটি বাড়ি একেবারে পুড়ে ছাই হয়ে যায়। মহম্মদ তসলিমুদ্দিন জানান, ঘরে থাকা কোনও কিছুই অবশিষ্ট নেই। সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনটি পরিবারই দিনমজুর। আগুনে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লক্ষাধিক হবে। যদিও ব্লক প্রশাসনের তরফে সবরকম ত্রাণের আশ্বাস দেওয়া হয়েছে।