Advertisement

Dhupguri Picnic Clash: খাসির মাংস কম কেন? ধূপগুড়িতে নিউ ইয়ার পিকনিকে মারামারিতে জখম একাধিক

Dhupguri Picnic Clash: খাসির মাংস ভাগাভাগি ঘিরে শুরু হওয়া বচসা শেষ পর্যন্ত ভয়াবহ হাতাহাতিতে রূপ নেয়। ঘটনায় মাথা ফেটে গুরুতর জখম হন এক জন। আহত হন আরও চার জন।

Aajtak Bangla
  • ধূপগুড়ি,
  • 02 Jan 2026,
  • अपडेटेड 7:40 PM IST

Dhupguri Picnic Clash: ইংরেজি ক্যালেন্ডারের নতুন বছর উদ্‌যাপন করতে পিকনিকের আয়োজন করেছিলেন ধূপগুড়ি মহকুমা হাসপাতালের কয়েকজন অ্যাম্বুল্যান্স চালক। কিন্তু আনন্দের সেই মুহূর্তে হঠাৎই চরম বিশৃঙ্খলা। খাসির মাংস ভাগাভাগি ঘিরে শুরু হওয়া বচসা শেষ পর্যন্ত ভয়াবহ হাতাহাতিতে রূপ নেয়। ঘটনায় মাথা ফেটে গুরুতর জখম হন এক জন। আহত হন আরও চার জন।

খাসির মাংস থেকেই শুরু অশান্তি
ঘটনাটি ঘটে ১ জানুয়ারি, ধূপগুড়ির সোনাখালি সংলগ্ন এলাকায়। ওই দিন পিকনিকে উপস্থিত ছিলেন ধূপগুড়ি মহকুমা হাসপাতালের একাধিক অ্যাম্বুল্যান্স চালক। মেনুতে ছিল খাসির মাংস। অভিযোগ, এক জনকে একাধিক বার মাংস দেওয়া হলেও তিনি ফের মাংস চাইতে থাকেন। তা দিতে অস্বীকার করতেই শুরু হয় কথা কাটাকাটি। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পিকনিক স্পটেই হাতাহাতি
মাংস বিতর্কের জেরে উপস্থিত অ্যাম্বুল্যান্স চালকরা দুই দলে ভাগ হয়ে যান। পিকনিক স্পটেই শুরু হয় ধস্তাধস্তি। যদিও কিছুক্ষণ পর পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে, কিন্তু উত্তেজনা থামেনি। অভিযোগ, এক পক্ষ অন্য পক্ষকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়।

আরও পড়ুন

সংঘর্ষে পাঁচ জন আহত
এরপর পিকনিক শেষে বাড়ি ফেরার সময় ফের বিবাদ বাধে বলে অভিযোগ। এক পক্ষ অন্য পক্ষের উপর হামলা চালায়। ঘটনায় এক জনের মাথা ফেটে যায়। গুরুতর আহত হন আরও চার জন। আহতদের দ্রুত ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিউ ইয়ার্স ডে যে আনন্দ দিয়ে শুরু হয়েছিল, তা মুহূর্তের মধ্যে আতঙ্ক ও বিষাদে পরিণত হয়। ঘটনায় ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Read more!
Advertisement
Advertisement