
Nisith Pramanik: দিনহাটার বুড়িরহাট গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভুলকী এলাকায় বৃহস্পতিবার দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ছবিতে কালি লাগিয়ে সেই ছবি হাতে মহিলারা জমা করলেন এসআইআর ফর্ম। ওই অভিনব প্রতিবাদের জেরে স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনার পরিবেশ।
সূত্রপাত ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত এসআইআর ফর্ম ঘিরে। সম্প্রতি নিশীথ প্রামাণিক মন্তব্য করেছিলেন, দিনহাটা নাকি “মিনি পাকিস্তান” এবং এলাকার কয়েকজন পুরুষের নাকি “৩০-৪০টি সন্তান” রয়েছে। সেই মন্তব্যের বিরুদ্ধেই ক্ষোভ জমেছিল পশ্চিম ভুলকীর মহিলাদের মনে। বৃহস্পতিবার এলাকায় এসআইআর ফর্ম নিতে ব্লক লেভেল অফিসার পৌঁছনোর সময়ই মহিলারা হাতে নেন কালি লাগানো সেই ছবি, অন্য হাতে এসআইআর ফর্ম, আর তাতেই প্রকাশ পায় তাদের অসন্তোষ।
আন্দোলনে থাকা বাবলি শর্মা বলেন, নিশীথ প্রামাণিক গ্রামের মহিলাদের বারবার ছোট করছেন। শুধু ব্যক্তিগত অপমান নয়, তাঁর মন্তব্য সামাজিক সম্প্রীতিকেও আঘাত করছে বলে অভিযোগ করেন তিনি। এলাকার অন্য মহিলারাও একযোগে জানান, তাদের গ্রামে কোনও বাংলাদেশি নেই, অথচ স্থানীয় বিজেপি নেতা বারবার বাংলাদেশি ইস্যু তুলে অপপ্রচার করছেন।
এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের দিনহাটা দুই নম্বর ব্লকের সহ সভাপতি আব্দুল সাত্তার দাবি করেন, নিশীথের সাম্প্রতিক মন্তব্যই সাধারণ মানুষের ক্ষোভ বাড়িয়েছে। মহিলাদের এই প্রতিবাদ সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। তবে বিজেপির পাল্টা মত, জায়গাটিতে কোনও রাজনৈতিক ব্যানার ছিল না, কিন্তু রাজনীতির প্রভাবেই মহিলারা এমন পদক্ষেপ নিয়েছেন।