Advertisement

Kali Puja 2025: উত্তরবঙ্গের এই পুজোগুলো দুর্গাপুজোর জৌলুসকেও টেক্কা দেয়

Kali Puja 2023: কলকাতার আলোকোজ্জ্বল থিমপুজোর ঝলকানির কাছে ফিকে লাগে উত্তরবঙ্গের আয়োজন। তবে কালীপুজোর সময় পাল্টে যায় সেই ছবি। আলো, আতসবাজি আর দেবী আরাধনায় তখন পুরো উত্তরবঙ্গই এক উজ্জ্বল হয়ে ওঠে।

উত্তরবঙ্গের এই পুজোগুলো দুর্গাপুজোর জৌলুসকেও টেক্কা দেয়উত্তরবঙ্গের এই পুজোগুলো দুর্গাপুজোর জৌলুসকেও টেক্কা দেয়
সংগ্রাম সিংহরায়
  • শিলিগুড়ি,
  • 20 Oct 2025,
  • अपडेटेड 2:02 PM IST
  • উত্তরবঙ্গের সেরা পুজোর তালিকা
  • কালীপুজোয় উত্তরে থাকলে দেখে নিন এই পুজোগুলি

Kali Puja 2025: দক্ষিণবঙ্গের তুলনায় দুর্গাপুজোয় যেন কিছুটা নীরবতা থাকে উত্তরবঙ্গে। কলকাতার আলোকোজ্জ্বল থিমপুজোর ঝলকানির কাছে হয়তো ফিকে লাগে উত্তরবঙ্গের আয়োজন। তবে কালীপুজোর সময় পাল্টে যায় সেই ছবি। আলো, আতসবাজি আর দেবী আরাধনায় তখন পুরো উত্তরবঙ্গই এক উজ্জ্বল হয়ে ওঠে।

কার্তিক অমাবস্যার রাতে উত্তরবঙ্গের আকাশে যখন বাজির ঝলকানি, তখন প্রতিটি জেলার মন্দির, ক্লাব, পাড়ায় পাড়ায় শুরু হয় দেবী মহাকালীর আরাধনা। এই সময় থেকেই শুরু হয়ে যায় শীতের মরশুম। বহু পর্যটক তখন তরাই-ডুয়ার্স বা পাহাড়ে বেড়াতে এসে কালীপুজোর রঙে নিজেদের মিশিয়ে দেন।

শিলিগুড়ি: উত্তরবঙ্গের কালীপুজোর রাজধানী

আরও পড়ুন

উত্তরবঙ্গের সব পুজোর কেন্দ্রবিন্দু শিলিগুড়ি। এখানে কালীপুজোর সংখ্যা তুলনায় কম হলেও, প্রতিটি পুজোই আকর্ষণীয় সাজে ভরপুর।

দেখে আসতেই পারেন
১. বিবেকানন্দ ক্লাব (ভিএনসি), হাকিমপাড়া
২. গ্লোব ট্রটার্স (জিটিএস), ভুটিয়া মার্কেট
৩. তরুণ সঙ্ঘ (টিএস), হাকিমপাড়া
৪. বিধান স্পোর্টিং ক্লাব, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা গ্রাউন্ড
৫. উল্কা ক্লাব, শাস্ত্রী নগর
৬. রয়্যাল ট্রটার্স ক্লাব (আরটিএস), সেবক রোড
৭. এলিট (পায়েল সিনেমা হলের পাশে)
৮. দক্ষিণ ভারতনগর স্পোর্টিং ক্লাব, ফুলেশ্বরী বাজার
৯. সন্ধানী, সুভাষপল্লী
১০. নিউ বয়েজ ক্লাব, অরবিন্দপল্লী
১১. মহামায়া স্পোর্টিং ক্লাব, শিবরামপল্লী
১২. তরুণ অ্যাথলেটিক ক্লাব, সুভাষপল্লী

জলপাইগুড়ি
জলপাইগুড়ির কালীপুজোয় ঐতিহ্য আর ভক্তি একসঙ্গে মিশে যায়।
প্রসিদ্ধ পুজো: আদরপাড়া ত্রিনয়নী ক্লাব, মুনলাইট ক্লাব যুবমঞ্চ, দেশবন্ধুনগর উত্তরপল্লি ক্লাব, স্বস্তিকা ক্লাব, যুবকল্যাণ সমিতি, ইউরেকা ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন, সঙ্ঘশ্রী ক্লাব।

উত্তর দিনাজপুর
রমেন্দ্রপল্লি সর্বজনীন, জাগরণী সঙ্ঘ, নেতাজি পাঠাগার ক্লাব, ইসলামপুর আমবাগান কলোনি, বিপিএস ক্লাব, রবীন্দ্র স্পোর্টিং ক্লাব, সুকান্ত সঙ্ঘ প্রতিটি পুজোই আলাদা সাজে মাতিয়ে তোলে জেলা।

দক্ষিণ দিনাজপুর: আলো, আতশবাজি আর আবেগ
সাড়ে তিন নম্বর মোড় ক্লাব, মিলন সঙ্ঘ, বাদামাইল বিবাদীসু সঙ্ঘ, খেয়ালী সঙ্ঘ, বালুরঘাট ক্লাব, যুবশ্রী ক্লাব, বুড়াকালীবাড়ি ও পঞ্চমুণ্ডির আসনের পুজোগুলি এই জেলার আকর্ষণ।

আলিপুরদুয়ার
সবুজ সঙ্ঘ, রবীন্দ্র সঙ্ঘ, কাঁঠালতলা সারদা সঙ্ঘ এবং রেল টিটিদের পুজো — প্রতিটি পুজোতেই রয়েছে নিজস্ব থিম ও ঐতিহ্যের ছোঁয়া।

Advertisement

কোচবিহার
বড়তারা দীপনারায়ণ ব্যায়ামাগার, আমতলা ইউনিট, খাগরাবাড়ি স্পোর্টিং ক্লাব, ডিএনপি স্পোর্টিং ক্লাব, দিনহাটা মহামায়াপাট ব্যায়াম বিদ্যালয়, তুফানগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম, প্রতিটি পুজোই ইতিহাস বহন করে।

ফালাকাটা
তরুণ দল, হাটখোলা ইউনিট, সুভাষপল্লি ইউনিট, ভেনাস ক্লাব ও উদয় সঙ্ঘ। প্রতিটি ক্লাবই ভক্তি আর উৎসবের মিশেলে জ্বেলে তোলে আলোর দীপ।

ধুপগুড়ি
এসটিএস ক্লাব, বৈরাতিগুড়ি সর্বজনীন, এভারগ্রিন ক্লাব, শান্তি সঙ্ঘ, নেতাজিপাড়া কালচারাল ক্লাব। প্রতিটি জায়গায়ই বাজির শব্দে আর আরতির আলোয় মেতে ওঠে গ্রাম-শহর।

ময়নাগুড়ি
সাগরদ্বীপ ক্লাব, জাগরণী সঙ্ঘ, ইষ্টার্ন ইয়ং অ্যাসোসিয়েশন, হেলাপাকরি ক্লাব, আরআরএ ক্লাব, মাতৃ সঙ্ঘ। সব মিলিয়ে এক উৎসবের জোয়ার।

মালবাজার
মালবাজার সৎকার সমিতি, বিবেকানন্দ ক্লাব, সংঘমিত্রা ক্লাব, বাঘাযতীন স্পোর্টিং ক্লাব, গোল্ডেন অ্যারো, ওদলাবাড়ি নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাব, এই জেলার পুজোগুলিই সবচেয়ে দর্শনীয়।

মালদা
পল্লীশ্রী ৮৬, কুতুবপুর বিপ্লবী সঙ্ঘ, ঝলঝলিয়া যুবকবৃন্দ, দিশারী ক্লাব, আইহো বাজার সর্বজনীন, চাঁচল টেন জুয়েলস, মালতীপুর কালীবাড়ি, হরিশ্চন্দ্রপুর রক্তবিন্দু ক্লাব। প্রতিটি পুজোই একেকটা উৎসবের নাম।

 

Read more!
Advertisement
Advertisement