Advertisement

হাতি তাড়াতে গিয়ে দুর্ঘটনা ডুয়ার্সে, বনদফতরের গুলিতে জখম ৯ গ্রামবাসী

তারঘেরা জঙ্গল থেকে বেরিয়ে ৩০-৪০টি হাতির একটি বড় দল পশ্চিম ডামডিমের বিস্তীর্ণ ধানক্ষেতে ঢুকে পড়ে। ফসল নষ্ট হতে দেখে গ্রামবাসীরা বনকর্মীদের সঙ্গে মিলে হাতির দলকে জঙ্গলের দিকে ঠেলে দেন। কিন্তু কালিঝোরা নদীর ধারে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি আলাদা হয়ে যায় এবং সারাদিন সেখানে ঘোরাফেরা করে।

Aajtak Bangla
  • মালবাজার,
  • 14 Nov 2025,
  • अपडेटेड 5:03 PM IST

পশ্চিম ডুয়ার্সে হাতি তাড়ানোর অভিযান চলাকালীন উত্তেজনা ছড়াল। ছররা গুলিতে লুটিয়ে পড়লেন অন্তত ৯ জন গ্রামবাসী। বৃহস্পতিবার ডুয়ার্সের ডামডিমের পশ্চিম ডামডিম এলাকায় ঘটল এই চাঞ্চল্যকর ঘটনা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ-প্রশাসনের হস্তক্ষেপ করতে হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারঘেরা জঙ্গল থেকে বেরিয়ে ৩০-৪০টি হাতির একটি বড় দল পশ্চিম ডামডিমের বিস্তীর্ণ ধানক্ষেতে ঢুকে পড়ে। ফসল নষ্ট হতে দেখে গ্রামবাসীরা বনকর্মীদের সঙ্গে মিলে হাতির দলকে জঙ্গলের দিকে ঠেলে দেন। কিন্তু কালিঝোরা নদীর ধারে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি আলাদা হয়ে যায় এবং সারাদিন সেখানে ঘোরাফেরা করে। দাঁতালটিকে দেখতে জনতার ভিড়ও ক্রমশ বাড়তে থাকে।

সন্ধ্যায় বনকর্মীরা হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন। তখন চিৎকার-চেঁচামেচির মধ্যে ক্ষিপ্ত হয়ে ওঠে দাঁতালটি এবং হুঙ্কার তুলে তেড়ে আসে ভিড়ের দিকে। বনদফতরের দাবি, আত্মরক্ষার্থে বনকর্মীরা শূন্যে ছররা গুলি ছোড়েন। তবে সেই ছররার কিছু অংশ গ্রামবাসীদের গায়ে লাগে। আহত ৯ জনকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আরও পড়ুন

ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা বনদফতরের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

Read more!
Advertisement
Advertisement