Advertisement

Nagrakata Leopard Attack Survival: অবিশ্বাস্য়, ডুয়ার্সে টুঁটি চিপে তুলে নেওয়ার পরও প্রাণ বাঁচল ৫ বছরের শিশুর

এদিন সন্ধ্যায় মেয়ে প্রতিকা কুজুরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন মা পুনম কুজুর। সেই সময় বারান্দায় একাই ছিল প্রতিকা। বিছানা তৈরি করে বাইরে বেরিয়েই মেয়েকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন তিনি।

Aajtak Bangla
  • নাগরাকাটা,
  • 18 Dec 2025,
  • अपडेटेड 4:04 PM IST

নাগরাকাটার কলাবাড়ি চা বাগানে চাঞ্চল্যকর চিতাবাঘ হামলার ঘটনা। টুঁটি চিপে পাঁচ বছরের শিশুকন্যাকে তুলে নিয়ে যায় একটি চিতাবাঘ। বরাতজোরে প্রাণে বেঁচে যায় শিশুটি। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় মেয়ে প্রতিকা কুজুরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন মা পুনম কুজুর। সেই সময় বারান্দায় একাই ছিল প্রতিকা। বিছানা তৈরি করে বাইরে বেরিয়েই মেয়েকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন তিনি।

ঠিক সেই সময় গাড়া লাইন থেকে বাঁধ লাইনের দিকে বাড়ি ফিরছিলেন মিঠু ওরাওঁ, অজয় ওরাওঁ-সহ কয়েকজন স্থানীয় বাসিন্দা। তাঁদের চোখে পড়ে, এক চিতাবাঘ শিশুটিকে মুখে করে নিয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই ঢিল ছুড়ে চিতাবাঘকে তাড়ান তাঁরা। ভয় পেয়ে শিশুটিকে ফেলে রেখে জঙ্গলে পালিয়ে যায় চিতাবাঘ।

রক্তাক্ত অবস্থায় প্রতিকাকে উদ্ধার করে প্রথমে বানারহাট সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পরিবারের দাবি, ওই সময় দু’টি চিতাবাঘ একসঙ্গে বাড়ির মধ্যে ঢুকেছিল। একের পর এক চিতাবাঘ হামলার ঘটনায় এখন কার্যত বিব্রত বন দপ্তর। ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল বলেন, “ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। কলাবাড়ি বাগান এলাকায় আগেই নজরদারি চলছিল, এবার আরও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

Read more!
Advertisement
Advertisement